স্কুল-শিক্ষকদের নিয়ে বড় সিদ্ধান্ত ডি আই অফিসের
Big decision about school-teachers is DI office

The Truth Of Bengal : প্রতিনিধিঃ পিন্টু প্যাটেলঃ পূর্ব বর্ধমান : রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলের শিক্ষকরা প্রাইভেট টিউশন পড়াতে পারবেন না। আগেই এই নিয়ম ছিল। কিন্তু তা সত্ত্বেও সেই নিয়মমের তোয়াক্কা না করে এক শ্রেণির শিক্ষক প্রাইভেট টিউশন পড়াচ্ছেন। এমনকি বহু শিক্ষক কোচিং সেন্টার খুলে বসে আছেন বলেও অভিযোগ। স্কুলে চাকরিরত শিক্ষকরা যে কোনওভাবে প্রাইভেট টিউশন করতে পারবেন না সে নির্দেশ আগেই দিয়েছিল কলকাতা হাইকোর্ট। ফের সে কথা আরও একবার জানিয়ে দিল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।
কার্যত গত ২৩শে এপ্রিল পূর্ব বর্ধমান জেলা ডি আই এর পক্ষ থেকে ৯১ জনের শিক্ষক শিক্ষিকার নামে নোটিশ জারি করা হয়েছে। এরপর হিয়ারিং হবে জেলা ডি আই অফিসে। কার্যত নোটিশ জারি হওয়ার পর থেকে যেসব শিক্ষক শিক্ষিকার নামে নোটিশ জারি হয়েছে তাঁর রীতিমত ভীতিষ্ঠ হয়ে পড়েছেন।
পূর্ব বর্ধমান জেলা তৃণমূল কংগ্রেসের শিক্ষা সেলের সভাপতি অতনু নায়েক জানান,জেলা ডি আই এর ভালো উদ্যোগ তবে কলকাতা হাই কোর্টের নির্দেশকে বেশকিছু শিক্ষক শিক্ষিরা বুড়ো আঙুল দেখিয়ে বাড়িতে টিউশন পড়াচ্ছেন।
কার্যত আগামীদিনে যাতে সরকারি স্কুলের শিক্ষক শিক্ষিরা এই ধরণের কাজ না করে সেদিক লক্ষ্য করে পূর্ব বর্ধমান জেলা ডি আই ৯১ জনকে হিয়ারিং হবে।