রাজ্যের খবর
ভয়ংকর ঘটনা! রিলস বানাতে গিয়ে মৃত্যু কিশোরীর
Terrible event! Girl dies while making reels

The Truth of Bengal: এই তীব্র দাবদাহের মধ্যে রিলস বানাতে গিয়ে মৃত্যু হল এক কিশোরীর। ঘটনাটি ঘটেছে সোনারপুরের রাধাগোবিন্দ পল্লীতে। মৃতার নাম আলপনা মন্ডল। এই রোদের মধ্যে রিলস বানানোর সময় আচমকা মাথা ঘুরে পড়ে যায়। স্থানীয় একজন তাকে সাথে সাথেই সোনারপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যায়। সেখানে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করে। খবর পেয়ে হাসপাতালে যায় সোনারপুর থানার পুলিশ। এই ঘটনায় অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে পুলিশ। দেহ আজ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
পুলিশ এলাকার বাসিন্দাদের সুত্রে জানা গিয়েছে আলপনার বাবা ও মা কাজে চলে যায়। বাড়িতে একাই ছিল সে। বুধবার দুপুর ৩টা নাগাদ সে তার এক বান্ধবীর সাথে রিলস বানাতে যায় এই রোদের মধ্যে। তারপরেই এই দুর্ঘটনা ঘটে।