ফের ঊর্ধ্বগামী পারদ ! সতর্কতা জারি একাধিক জেলায়
Rising mercury again! Warning issued in several districts

hotThe Truth Of Bengal: আলিপুর আবহাওয়া দফতর এখনই কোনো আশার খবর শোনাতে পাচ্ছে না। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, তাপপ্রবাহের পাশাপাশি শুষ্ক উত্তর পশ্চিমী হাওয়ার প্রভাবে এরকম অস্বস্তিকর অসহনীয় গরম বহাল থাকবে ২৮ এপ্রিল পর্যন্ত। আগামী ২ দিন দক্ষিণবঙ্গের সব জেলায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ স্বাভাবিকের চেয়ে ২-৪ ডিগ্রি বেশি থাকবে। উত্তরবঙ্গের জেলায় সর্বোচ্চ তাপমাত্রার পারদ স্বাভাবিকের তুলনায় ২-৩ ডিগ্রি বেশি থাকবে।
বৃহস্পতিবার ও শুক্রবার তীব্র তাপপ্রবাহ চলবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম ও বাঁকুড়ায়। বৃহস্পতিবার তাপপ্রবাহ চলবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়।
কলকাতা সহ দক্ষিণবঙ্গের বাকি জেলায় তাপপ্রবাহ চলবে। শুক্রবার তাপপ্রবাহ চলবে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, পূর্ব বর্ধমান ও হুগলি জেলায়। বাকি জেলাতেও তীব্র গরম থাকবে। ২৭-২৮ এপ্রিল তীব্র তাপপ্রবাহ চলবে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান, ঝাড়গ্রাম, বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, পূর্ব বর্ধমান ও হুগলি জেলায়। বৃহস্পতিবার থেকে ২৮ এপ্রিল পর্যন্ত তাপপ্রবাহ চলবে উত্তরের মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে। গরম আবহাওয়া থাকবে জলপাইগুড়ি, কোচবিহার এবং আলিপুরদুয়ারে।
দক্ষিণবঙ্গের কিছু জেলায় ছিঁটেফোঁটা স্বস্তির বৃষ্টি হলেও এখনো সেভাবে কালবৈশাখীর দেখা নেই কলকাতা সহ দক্ষিণবঙ্গে। তাই ভোটের উত্তাপের মধ্যেই গোটা বাংলা অধীর আগ্রহে অপেক্ষা করছে কবে আসবে বহু প্রতিক্ষীত কালবৈশাখী।
কালবৈশাখী তৈরি হয় ঝাড়খণ্ডের ছোটোনাগপুর মালভুমি অঞ্চলে। টানা কয়েক দিনের তাপপ্রবাহের ফলে ছোটোনাগপুর মালভূমি অঞ্চলে মাটি এখন বেশ তপ্ত। মাটি যত তপ্ত হবে, তত সেখানে একটি নিম্নচাপ বলয় তৈরি হওয়ার সম্ভাবনা থাকবে। সেই নিম্নচাপ বলয়ের টানে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্পভরা দখিনা বাতাস দক্ষিণবঙ্গের ওপর দিয়ে ঝাড়খণ্ডের দিকে ছুটে যাবে। ছোটোনাগপুর মালভূমির মাটি তো এমনিতেই গরম থাকে। সেখানকার গরম হাওয়া এবং বঙ্গোপসাগর থেকে যাওয়া জলীয় বাষ্পের সংমিশ্রণে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়। সেখান থেকেই সৃষ্টি হয় কালবৈশাখী।