রাজ্যের খবর

৩৮০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ বাজেয়াপ্ত আবগারি দফতরের

Excise department seized 3800 liters of brewing equipment

The Truth Of Bengal : দেবব্রত বাগ -ঝাড়গ্রাম :  ঝাড়গ্রামে ফের আবগারি দফতরের বড় সাফল্য, উদ্ধার চোলাই মদ। মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের গুড়িগোট, বেনাগেড়িয়া সহ একাধিক এলাকায় সাঁকরাইল থানার পুলিশ ও আবগারি দপ্তরের কর্মীদের যৌথ উদ্যোগে চোলাই মদের বিরুদ্ধে অভিযান চালানো হয়। ওই গ্রামগুলিতে তল্লাশি অভিযান চালিয়ে প্রচুর চোলাই মদ নষ্ট করে দেয় পুলিশ। চোলাই মদের ঠেক গুলিতে এদিন সাঁকরাইল থানার পুলিশ ও আবগাড়ি দপ্তরের কর্মীরা গিয়ে তল্লাশি অভিযান চালায়।

তল্লাশি অভিযান চালিয়ে ১১০ লিটার চোলাই মদ ও ৩৮০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ সহ উদ্ধার করে নষ্ট করে দেওয়া হয়। যার বাজার মূল্য আনুমানিক ৮ লক্ষ ২২ হাজার টাকা। উপস্থিত ছিলেন নয়াগ্রাম আবগাড়ি দপ্তরের আই.সি. সন্দীপ দে, সাঁকরাইল থানার ওসি ধীরাজ মাহাত সহ অন্যান্য পুলিশ আধিকারিকরা।

Related Articles