প্রচার সেরে প্রার্থী ছুটলেন হাসপাতালে, ভগবানগোলার এই ঘটনায় গোটা গ্রাম স্তম্ভিত
After campaigning, the candidate rushed to the hospital, the whole village was shocked by this incident of Bhagbangola

The Truth Of Bengal : সুদীপ রায় – মুর্শিদাবাদ : সোমবার মুর্শিদাবাদের ভগবানগোলার হাবাসপুর গ্রামের একটি অনুষ্ঠান বাড়িতে হঠাৎ করে গ্যাস সিলিন্ডার ফেটে আহত হয় কমপক্ষে ১১ জন। যার মধ্যে দুজন প্রাপ্তবয়স্ক এবং ৯ জন শিশু। তার মধ্যে দুজন এর শারীরিক অবস্থা যথেষ্ট আশঙ্কাজনক।
আহতদের চিকিৎসা চলছে মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে। সোমবার রাতে খবর পেয়ে শিশুদের দেখতে ছুটে এসেছিলেন বহরমপুর পৌরসভার পৌর পিতা নাড়ুগোপাল মুখার্জি। আহত পরিবারদের সাথে কথা বলে সকলকে আশ্বাস্ত করেন। মুর্শিদাবাদ লোকসভার প্রার্থী আবু তাহের খানের সাথে পরামর্শ করে তাদের চিকিৎসা পরিষেবা যত দ্রুত এবং যত ভালো দেওয়া যায় সে বিষয়ে কথাবার্তা বলেন। মঙ্গলবার সকালে দিনের আলো পড়তেই ১১ নম্বর মুর্শিদাবাদের লোকসভার তৃনমূল প্রার্থী আবু তাহের খান মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ হাসপাতালে আহত শিশুদের সাথে দেখা করতে আসেন।