বিনোদন

সাধ খেলেন নাতাশা, বরুণ ঘরনি নাতাশার এই খুশির আনন্দে কারা সামিল হলেন?

Varun wife Natasha's happiness

The Truth of Bengal : বরুণ ধাওয়ান এবং তাঁর স্ত্রী নাতাশার জীবনে এল খুশির হাওয়া। বলিউডের অন্যান্য তারকা দম্পতির মত তাঁদের সংসারেও আসতে চলেছে নতুন অতিথি। সেই আনন্দ সকলের সঙ্গে ভাগ করে নিলেন মিস্টার অ্যান্ড মিসেস ধাওয়ান। রবিবার, সন্তান আসার আনন্দে সাধ খেলেন নাতাশা দালাল।

নাতাশার এই সাধের অনুষ্ঠানে ঙাজির হয়েছিলেন সস্ত্রীক শাহিদ কাপুর। বরুণ এবং নাতাশার ফ্যান ক্লাবের তরফে এদিন তাঁদের সাধ ভক্ষণ অনুষ্ঠানের ছবি প্রকাশ্যে আনা হয়। আর সেখানেই দেখা যাচ্ছে বন্ধুদের সঙ্গে তাঁর বেবিবাম্প নিয়ে দাঁড়িয়ে আছেন নাতাশা। এদিন নাতাশার পরনে ছিল সাদা রঙের ফ্লোরাল প্রিন্টের অফ শোল্ডার পোশাক। এবং বরণের পরনে ছিল সাদা টিশার্ট এবং নীল ফ্লোরাল প্রিন্টের শার্ট।

 

Related Articles