ভোট গ্রহণে তাপপ্রবাহ ঠেকাতে ব্যবস্থা, ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির গাইড লাইন অনুসরণের নির্দেশ
Instructions to follow National Disaster Management Authority guidelines

The Truth of Bengal: রাজ্যের একাধিক জেলায় চলছে তাপপ্রবাহ। শুধু পশ্চিমবঙ্গ নয়, ভারতের বিভিন্ন রাজ্যে তাপপ্রবাহ বইছে। আর এই তাপ প্রবাহের মধ্যে চলছে নির্বাচন। গরমে হাঁসফাঁস অবস্থা। আগেই নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রতিটি বুথে বিশেষ ব্যবস্থা গ্রহণের নির্দেশিকা জারি হয়েছিল।
সেই নির্দেশিকা যথাযথভাবে পালন হচ্ছে কিনা তা খতিয়ে দেখতে জরুরী বৈঠক সারলো জাতীয় নির্বাচন কমিশন। এই গরমের মধ্যে ভোটাররা যাতে ভোট গ্রহণ কেন্দ্রে পৌঁছাতে পারেন এবং নির্বিঘ্নে ভোট দিতে পারেন তার বন্দোবস্ত রাখার নির্দেশ দেওয়া হল। তীব্র তাপপ্রবাহ নিয়ে জরুরী বৈঠক জাতীয় নির্বাচন কমিশনের।
ইন্ডিয়ান মেটারলজিকাল ডিপার্টমেন্টের সঙ্গে বৈঠক নির্বাচন কমিশনের। ন্যাশনাল ডিজাস্টার ম্যানেজমেন্ট অথরিটির গাইড লাইন অনুসরণ করতে নির্দেশ বিভিন্ন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকদের। ভোট গ্রহণ কেন্দ্রগুলিতে তাপপ্রবাহ ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ।