বিনোদন

প্রকাশ্যে অমিতাভের অশ্বথামা অবতার, কবে আসতে চলেছে ‘কল্কি ২৮৯৮’ ?

Amitabh's Ashwathama avatar in public, when is 'Kalki 2898' coming?

The Truth Of Bengal :  ব্রহ্মাস্ত্র-র পর আরও এক সাই-ফাই থ্রিলারে দেখা যাবে অমিতাভ বচ্চনকে। অভিনেতার ৮১ বছরের জন্মদিনে নির্মাতারা শেয়ার করলেন ছবির ফার্স্ট লুক। আর এবার সামনে এল ‘কল্কি ২৮৯৮’-এর টিজার। রবিবার আইপিএল চলাকালিন এই টিজার প্রকাশ করা হয়।

মাথায় জটা, কপালে ফেট্টি, আপাদমস্তক অপরিচ্ছন্ন কাপড় দিয়ে ঢাকা। হাতে, পায়ে, মুখে ব্যান্ডেজ জড়ানো, এদিক ওদিক থেকে বেরিয়ে আছে উস্কোখুস্কো পাকা চুল-দাড়ি। শরীর বলতে দেখা যাচ্ছে শুধু দুটি চোখ। একটা কালো মোটা থামের সামনে বসে দূরে আসা আলোর দিকে তাকিয়ে রয়েছেন অমিতাভ। কল্কির টিজারে এভাবেই অশ্বথামা অবতারে পর্দায় ধরা দিলেন বিগ বি।

চলতি বছর সবচেয়ে বড় বাজেটের ছবি হতে চলেছে কল্কি ২৮৯৮। এই ছবিতে অমিতাভ ছাড়াও কমল হাসান, প্রভাস ও দীপিকা পাডুকোনকে দেখা যাবে। পৌরাণিক কাহিনী ও কল্প বিজ্ঞানের উপর তৈরি হয়েছে এই ছবি। ছবিটির পরিচালনার দায়িত্বে রয়েছেন নাগ অশ্বিন। আগামি জুন মাসে বড়পর্দায় আসবে এই ছবিটি। আর আগে অমিতাভের নয়া লুক যে এখন থেকেই ছবির হাইপ বাড়িয়ে দিল তা বলাই যায়।

Related Articles