মসনদের লড়াই

LoK Sabha Election 2024 : পদ্মের বীজ ছড়িয়ে পদ্ম ফোটানোর সংকল্প রথীনের

LoK Sabha Election 2024 : Rathin's determination to spread the lotus seeds and make the lotus bloom

The Truth Of Bengal : দেবাশীষ গুছাইত, হাওড়া :  রবিবার একদিকে তীব্র গরমের দাবদাহে যেখানে সকলেই হাঁসফাঁস করছে, সেই গরমকে উপেক্ষা করে হাওড়ার ৪৬ নম্বর ওয়ার্ড এর মধ্যে মৌড়ীগ্রাম সহ নেতাজীনগর ,পুইল্যা, এলাকাতে নির্বাচনী প্রচারে জনসংযোগ সারলেন হাওড়া সদরের গেরুয়া শিবিরের প্রার্থী চিকিৎসক রর্থীন চক্রবর্তী। শুধু তাই নয়, এদিনের প্রচারে এক অভিনব উপায়ে নিজের প্রচার সারলেন রথীন।

পথে যাওয়ার মাঝে একটি পুকুরে দুহাতে পদ্মের বীজ ছড়িয়ে রথীন বলেন, “আগামী দিনে চোর মুক্ত সন্ত্রাস মুক্ত এবং মাতৃ শক্তি সুরক্ষিত পড়াশোনায় মনীষায় শ্রেষ্ঠ বিকশিত বাংলায় পদ্ম ফুটতে যাচ্ছে। সেই বাংলাকে আমরা দেখব তার জন্য এই পুস্করিণীর মধ্যে পদ্মের বীজ দিলাম। অবশ্যই তা ফুটবে। এই পদ্মের ফুল আজকে সারা ভারতবর্ষে বিকশিত। সারা বিশ্বে তার জায়গা করে নিয়েছে।” রথীন আরও দাবি করে বলেন, ‘ প্রকৃতিতে কোনো জিনিসই অপ্রয়োজনীয় নয়। অপ্রয়োজনীয় জিনিষকেই প্রয়োজনীয় করে তোলা হচ্ছে।’

পাশাপাশি রথীন দাবি করে বলেন এই নির্বাচনে চোর মুক্ত বাংলা দেখবে। আর তাই প্রকৃতির কোলে নিজের নির্বাচনী ক্ষেত্রে পুকুরে পদ্মের বীজ ছড়িয়ে নিজের জয়কে সুনিশ্চিৎ বলেই দাবি করেন হাওড়ার প্রাক্তন মহা নাগরিক ও বিজেপির প্রার্থী রথীন চক্রবর্তী।

Related Articles