রাজ্যের খবর

ট্রান্সফরমারে আগুন , বিক্ষোভে সাধারণ মানুষ , ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের

Fire in transformer, common people in protest, assurance of administration to take action

The Truth Of Bengal : রবিবার সকালে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটলো কলকাতাতে । দক্ষিণ দমদম পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের মৌচাক মোড় শান্তিনিকেতন এপারমেন্ট ট্রান্সফরমারে বীভৎস আগুন ধরে । আগুনের ফুলকি বেরতে দেখা যায় এলাকাবাসী আতঙ্কে এদিক ওদিক ছুটতে থাকে। এমন অবস্থায় এলাকার দুজন ব্যক্তি বালি চাপা দিয়ে কোনরকমে আগুন নেভানোর চেষ্টা করে । এছাড়া , এই ঘটনায় এলাকায় যথেষ্ট আতঙ্কের সৃষ্টি হয় ।

এই ঘটনা ঘটারপর স্থানীয় বাসিন্দারা দমদম পুলিশ ও দমকল ফায়ার ব্রিগেডে খবর দেয় । খবর পাওয়ার সাথে সাথে ঘটনাস্থলে দমদম থানার পুলিশ এবং দমদম ফায়ার ব্রিগেডের আধিকারিকরা ছুটে আসেন ।তবে দমকল ফায়ার আসার আগেই স্থানীয়বাসিন্দারা আগুন আয়ত্তে নিয়ে আসে । এই ঘটনায়সিএসসি কর্তৃপক্ষের বিরুদ্ধে এলাকাবাসীর ক্ষোভ উপরে উগ্র দেয় । স্থানীয়বাসিন্দাদের অভিযোগ , সিএসসি দিনের পর দিন কানেকশন বাড়িয়ে যাচ্ছে এবং বেপরোয়া মানুষের ঘাড়ে বিল চাপিয়ে দিচ্ছে । তব সেই তুলনায় উন্নত প্রযুক্তির কোন রকমের যন্ত্রাংশ ব্যবহার করছে না ।

তাছাড়া পুলিশের ভূমিকা নিয়েন সাধারণ মানুষের অভিযোগ তারা কোনো রকমের সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি এলাকাবাসীকে । বর্তমান যেভাবে গরম দিনের বেলা বাড়ছে রাতের বেলায় সারারাত বিদ্যুৎ না থাকায় যথারীতি এলাকাবাসীদের নাজেহাল হতে হচ্ছে ।

Related Articles