রাজ্যের খবর

ভোটের প্রচারে বেরিয়ে বিক্ষোভের মুখে কংগ্রেস প্রার্থী অধীর, প্রার্থীকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান

Congress candidates are impatient in the face of protests while campaigning for votes

The Truth of Bengal: বহরমপুরের কংগ্রেস প্রার্থীকে ঘিরে ‘গো ব্যাক’ স্লোগান দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয় মুর্শিদাবাদের নওদায়। পরিস্থিতি সামলাতে ছুটে আসে পুলিশ। দুই পক্ষকে নিরস্ত করে পরিস্থিতি সামাল দেয়।

নওদা বিধানসভার দমদমা শ্যামনগর এলাকা থেকে হেঁটে এদিন প্রচার শুরু করেন অধীর চৌধুরি। সেখানেই তৃণমূল ব্লক সভাপতি শফিউজ্জামান ওরফে হাবিব মাস্টারের নেতৃত্বে অধীর চৌধুরিকে ঘিরে বিক্ষোভ দেখানো হয়। ওঠে ‘অধীর চৌধুরি গো ব্যাক স্লোগান’। কংগ্রেসের দাবি, এদিন নওদায় দলীয় প্রার্থীর সমর্থনে পদযাত্রা ছিল। সেই পদযাত্রা ভেস্তে দিতে পরিকল্পনা করে তৃণমূল।

এর আগে গত ১৭ এপ্রিল হাসপাতালে রামনবমীর অশান্তির ঘটনায় আহতদের দেখতে গিয়ে বিজেপির কর্মী-সমর্থকদের বিক্ষোভের মুখে পড়েছিলেন অধীর। সেই সময়ও অধীরকে লক্ষ্য করে ‘গো ব্যাক স্লোগান’ দেওয়ার অভিযোগ ওঠে। তারপর এদিন আবার একই ঘটনা।

এর আগেও বহরমপুরের পাঁচবারের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরিকে ঘিরে বিক্ষোভের ঘটনা ঘটেছিল। নিজের খাসতালুকে বারবার অধীরকে বিক্ষোভের মুখে পড়তে হচ্ছে। এবার ‘গো ব্যাক’ স্লোগান দেওয়া হল অধীরকে লক্ষ্য করে।

Related Articles