রাজ্যের খবর

lok sabha election 2024: রাত পোহালেই প্রথম দফার লোকসভা নির্বাচন রাজ্যে, বুথ কেন্দ্রে বিশেষ নজর

lok sabha election 2024: The first round of Lok Sabha elections was held late at night

The Truth of Bengal: রাত পোহালেই প্রথম দফার লোকসভা নির্বাচন। রাজ্যের জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার এই তিনটি লোকসভা কেন্দ্রে নির্বাচন প্রথম দফায়। আর জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের মূল ডিসিআরসি করা হয়েছে উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের জলপাইগুড়ি ক্যাম্পাসে।

পাশাপাশি ডুয়ার্সের মাল পরিমত্র কলেজে আরেকটি ডিসিআরসি করা হয়েছে। সকাল থেকেই ভোট কর্মীরা ডিসিআরসি আসতে শুরু করেছেন। এখান থেকেই প্রায় ১০ হাজার ভোট কর্মীরা তাদের নিজের নিজের বুথের উদ্যেশ্যে রওনা দেবেন আর কিছুক্ষনের মধ্যেই। উল্লেখ্য জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে মোট ভোটার ১৮।

লক্ষ ৮৫ হাজার ৯৫০জন। এরমধ্যে মহিলা ভোটার  ৯ লক্ষ ২৭ হাজার ৩৩৯ জন এবং পুরুষ ভোটার  ৯ লক্ষ ৫৮ হাজার ৬১১ জন এবং প্রতিবন্ধী ভোটার রয়েছেন ১১৫২৮ জন। মোট ভোট গ্রহণ কেন্দ্র ১৯০৪টি। তারমধ্যে স্পর্শকাতর বুথ ২৯৬ টি এবং অতি স্পর্শকাতর বুথ ১৯৮টি। মোট কেন্দ্রীয় বাহিনী ৭৫ কোম্পানি।

Related Articles