অটো ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে মৃত ২ বারুইপুরে
2 killed in collision between auto and truck in Baruipur

The Truth of Bengal, জাহেদ মিস্ত্রী ও প্রিয় মুখার্জী, বারুইপুর : অটো আর ট্রাকের এর মুখোমুখি সংঘর্ষে মৃত ২।মৃত অটো চালক ও আর এক যাত্রী। আহত হয়েছে আরও এক যাত্রী। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার সকালে বারুইপুর গার্লস স্কুল সংলগ্ন এলাকায়। সূর্যপুর হাট থেকে বারুইপুরে আসার পথে দুর্ঘটনা। হঠাৎই ব্যাকের মাথায় মুখোমুখি হয় চার চাকা ও অটোয় ।
বারুইপুর গার্লস হাই স্কুল সংলগ্ন সাহা পাড়া মোড়ে এই ঘটনা ঘটে। মৃতদের নাম তাইজুল শেখ ও রিয়াজুল শেখ। তাইজুল শেখের অটো করে তিনজন আসছিলো বারুইপুরে পেয়ারা কিনতে। পথে ট্রাকের সামনে ধাক্কা মারে অটোটি। মৃতরা দুই ভাই। বাড়ি বামনগাছির কাশীপুরে। আহতের নাম আমীন শেখ। একই পরিবারের দুই ভাইয়ের মৃত্যুতে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। এই ঘটনা ঘিরে এলাকায় যথেষ্ট উত্তেজনা তৈরি হয়েছে।
কিভাবে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো, সেই প্রশ্নের উত্তর পেতে পুরো ঘটনাটির তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।