বৈশাখের দাবদাহে পুড়ছে বাংলা! আগামী পাঁচদিনে আরও চড়বে পারদ বৈশাখের দাবোদাহে পুড়ছে বাংলা! আগামী পাঁচদিনে আরো চড়বে পারদ।
Bangla is burning in the glory of Boishakh! The mercury will rise further in the next five days

The Truth of Bengal: এখন সবে এপ্রিলের মাঝ পথ, গরম পুরো দমে বেড়েই চলেছে। এরই মধ্যে হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে , আবারও বাড়তে পারে তাপমাত্রা। দক্ষিণবঙ্গের কিছু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে। এছাড়া উত্তর বঙ্গের কিছু জেলাতেও বৃষ্টি হতে পারে বলে জানা গেছে। বুধবারের মতোই বৃহস্পতিবারও তাপমাত্রা সর্বোচ্চ থাকবে। বৃহষ্পতিবারের তাপমাত্রা ৩৮ ডিগ্রি সেলসিয়াস। রাতের দিকে তাপমাত্রা কমে ৩২ ডিগ্রি সেলসিয়াস হওয়ার সম্ভবনা আছে।
যত দিন যাবে তাপমাত্রা বাড়তে থাকবে। শনিবারের মধ্যে এক ধাক্কায় তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা থাকবে এবং দিনের বেলায় বাইরে লু বইতে পারে। কলকাতার পার্শ্ববর্তী কিছু জেলায় যেমন পুরুলিয়া, আসানসোল, বীরভূমের সর্বোচ্চ তাপমাত্রা পৌঁছে যেতে পারে ৪০ ডিগ্রির কাছাকাছি। এমনকি এই জেলা গুলিতে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে। দক্ষিণবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে কিন্তু ভিজতে পারে উত্তরবঙ্গের মাটি। উত্তরবঙ্গে ২১শে এপ্রিল থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর। তবে এই সপ্তাহে গরমই থাকবে উত্তরবঙ্গ। সোমবার থেকে ফের উত্তরের সর্বত্রই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হওয়া অফিস।