শ্যুটিংয়ে মুখে মারাত্মক চোট পেলেন প্রিয়াঙ্কা চোপড়া। কোন ছবির শ্যুটিং করতে গিয়ে এই চোট পেলেন বলিউড অভিনেত্রী ?

The Truth Of Bengal: অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া এই মুহূর্তে তাঁর হলিউড প্রজেক্ট হেড অফ স্টেট নিয়ে জোর ব্যস্ত। সেই সিনেমার শ্যুটিং চলাকালীন সেটে গুরুতর আহত হলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। প্রিয়াঙ্কার সোশ্যাল পেজে সেই ছবি শেয়ার করা হয়েছে। যেখানে তাঁর মুখ দিয়ে রক্ত ঝরছে।
বোঝাই যাচ্ছে যে ছবির অ্যাকশন দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে চোট পান তিনি। ছবিতে, মুখ এবং কপালের ডানদিকে রক্তের ছিটে দেখা যাচ্ছে। ‘হেড অফ স্টেট’-এ প্রিয়াঙ্কাকে বিপদজনক বেশকিছু অ্যাকশন দৃশ্য এবং স্টান্ট করতেও দেখা যাবে বলে আগেই জানা গিয়েছিল। সেই দৃশ্যের শ্যুটিং করতে গিয়ে চোট পেয়েছেন তিনি বলে মনে করছেন নেটিজেনরা।
এই ছবিতে প্রিয়াঙ্কার সঙ্গে অভিনয় করেছেন জন সিনা ও ইদ্রিস এলবা। বর্তমানে পিগি চপস এই ছবির শ্যুটিংয়ের জন্য ফ্রান্সে রয়েছেন। যেখান থেকে তিনি নিজের এই চোট পাওয়ার ছবি ও ভিডিয়োও শেয়ার করছেন।