বিশ্বের আকাশে যুদ্ধের কালোমেঘ! বিপদে পড়তে পারে ভারত?
Jaishankar said in a discussion meeting in Bangalore that it can have a wide impact on India's economy.

The Truth Of Bengal: বিশ্বের আকাশে যুদ্ধের কালোমেঘ। রাশিয়া –ইউক্রেনের যুদ্ধের আবহে ফের ইজরায়েল-ইরানের যুদ্ধ শুরু হয়েছে। এই প্রেক্ষাপটে ক্ষতির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। ভারতের অর্থনীতীতে এর ব্যাপক পড়তে পারে বেঙ্গালুরুর এক আলোচনা সভায় জানিয়েছেন জয়শঙ্কর।
বিপদে পড়তে পারে ভারত। আশঙ্কা প্রকাশ করলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। কেননা বিশ্বজুড়ে যুদ্ধের আবহ। ইউক্রেন-রাশিয়ার চলমান যুদ্ধের মধ্যে ফের শুরু হল ইজরায়েল-ইরান এই দুই দেশের সংঘাত। তবে ইজরায়েল-ইরানের সংঘাত পূর্ণাঙ্গ যুদ্ধের চেহারা নিলে ভারতের উপর তার মারাত্মক প্রভাব পড়বে, এমন আশঙ্কার কথা জানিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।বেঙ্গালুরুর একটি আলোচনা চক্রে জয়শঙ্কর জানিয়েছেন, “যদি উভয় পক্ষের মধ্যে উত্তেজনা ও সংঘাত আরও বাড়ে, তা হলে পশ্চিম এশিয়া থেকে আমদানিকৃত অশোধিত তেলের দাম এক লাফে অনেকটাই বেড়ে যাবে। আমদানির খরচ, জাহাজের খরচ, বিমার খরচ, জ্বালানির খরচ সমস্তই বাড়বে।” তবে একই সঙ্গে তিনি এও দাবি করেছেন এই সংঘাতের কোনও প্রভাব আসন্ন লোকসভা ভোটে পড়বে না।
তবে শেয়ার বাজারে এর প্রভাব পড়তে পারে বলে উল্লেখ করেছেন তিনি। তবে এখন ইরানে আটক ইজ়রায়েলের জাহাজ থেকে ১৭ জন ভারতীয়কে মুক্ত করে দেশে ফিরিয়ে নিয়ে আসা ভারতের কাছে প্রাথমিক চ্যালেঞ্জ। এর পাশাপাশি এই সম্ভাব্য যুদ্ধকে রুখতে সাউথ ব্লক সক্রিয় পদক্ষেপ শুরু করেছে। জয়শঙ্কর নিজে কথা বলেছেন ইজ়রায়েল এবং ইরানের বিদেশমন্ত্রীর সঙ্গে। তবে ইজরায়েল-ইরানের যুদ্ধের ফলে ভারতের অর্থনীতিতে যে তার প্রভাব পড়বে তা বলাই বাহুল্য।