রাজনীতিরাজ্যের খবর
Trending

সৌহার্দ-সম্প্রীতির নজির বোলপুরে, রামের পুজোয় মাতলেন মুসলিম ভাইরা

Ramnavami at Bolpur

The Truth Of BEngal: ছিল না চাপা উত্তেজনা। একেবারে শান্তিতে হল রামনবমী। বোলপুরে হিন্দু-মুসলিম সৌহার্দ্য দেখা গেল রামনবমীতে। রামের পুজোয় মেতে উঠলেন ওমর, রহিম, কালাম, আজহারউদ্দিনরা। বোলপুরে ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ওমর শেখের নেতৃত্বে রামনবমীর পুজোর আয়োজনে দেখা গেল এমনই সম্প্রীতির ছবি।

ভোটের আবহে তৃণমূল কংগ্রেস বা বিজেপি কেউ কাউকে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ। ধর্মীয় উৎসব রামনবমীও চলে এল ভোটের ময়দানে। গত কয়েক বছরে বেশ কয়েকটি ঘটনার জন্য রামনবমী ঘিরে প্রশাসন সতর্ক আছে। হাই কোর্ট বেশ কিছু নিষেধাজ্ঞা চাপিয়েছে রাম্নবমীর মিছিলে। রামনবমী ঘিরে একটা চাপা উত্তেজনা দেখা সকাল থেকে। একদিকে উৎসাহ, অন্যদিকে আশঙ্কা– এই দুই মিলিয়ে দিকে দিকে বের হয় রাম্নবমীর শোভাযাত্রা। বিশেষ নিজর কাড়ল বীরভূম। রামনবমীতে সৌহার্দ ও সম্প্রীতির নজির তৈরি হল বোলপুরের বাইপাসের জিলিপিতলা এলাকায়। এলাকার হিন্দু-মুসলিম উয়ভ সম্প্রদায়ের মানুষ একসঙ্গে মিলিত হয়ে রামনবমী পালন করলেন। রামের পুজোতে মেতে উঠলেন জসিমুদ্দিন শেখ, ওমর শেখ, আব্দুল রহিম, আব্দুল কালাম আজাদ, আজহারউদ্দিন খান, নইমউদ্দিন খানরা। বোলপুরে ১৫ নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর ওমর শেখের নেতৃত্বে রামনবমীর পুজোর আয়োজন করা হয়। সেখানেই হিন্দু সম্প্রদায়ের মানুষের সঙ্গে রামপুজোয় মেতে ওঠেন এলাকার মুসলিম সম্প্রদায়ের মানুষ।

রামনবমী অনুষ্ঠানে যাতে কোনও অশান্তি না হয়, তার জন্য কলকাতা হাই কোর্ট বেশ কিছু নিয়ম মানতে নির্দেশ দেয়। রাজ্য প্রশাসন সর্বত্র সজাগ ছিল অশান্তি রোখার জন্য। একটা চাপা উঠকণ্ঠার মধ্যে পালিত হয় রামনবমী। সেখানে আলাদা করে নজর কাড়ল বোলপুরের রামনবমী উৎসব। হিন্দু-মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষ এক সঙ্গে মিলিত হয়ে অনুষ্ঠানে মেতে ওঠেন।

 

Related Articles