রাজ্যের খবর

গঙ্গারাম চা বাগান এলাকায় পাথর বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মৃত ১, আহত আরও ১

1 dead, 1 injured after being hit by a stone-laden tractor in Gangaram tea garden area

The Truth Of Bengal : গঙ্গারাম চা বাগান এলাকায় পাথর বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু হল এক কিশোরের। আহত আরও এক। ঘটনায় ৩১ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাল স্থানীয় বাসিন্দা।

শিলিগুড়ি মহকুমা পরিষদের অন্তর্গত ফাঁসিদেওয়া ব্লকের গঙ্গারাম চা বাগান এলাকায় পাথর বোঝাই ট্রাক্টরের ধাক্কায় মৃত্যু এক কিশোরের। এই ঘটনায় আহত আরও এক কিশোরের। এরপরেই ৩১ নং জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। অপরদিকে পথ অবরোধের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাগডোগরা থানার বিশাল পুলিশ বাহিনী। এরপর পুলিশ স্থানীয়দের সরাতে গেলে স্থানীয় ও পুলিশের মধ্যে বচসা হয়। যদিও পুলিশ স্থানীয়দের বোঝানোর চেষ্টা করলেও কোন মতেই বুঝতে চাননি। এবং পুলিশ অবরোধ তুলতে লাঠি চার্জ করে।

পাল্টা স্থানীয়রা পাথর ছুড়তে থাকেন। এই ঘটনায় বেশ কয়েকজন পুলিশ কর্মী আহত হয়। পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাদানে গ্যাসের সেল ফাটায়। উল্লেখ এদিন সকালে দুই ভাই সাইকেল করে বাড়ি থেকে স্কুলের উদ্দেশ্যে যাচ্ছিল। ঠিক সেই সময় একটি পাথর বোঝাই ট্রাক্টর ওই সাইকেলে ধাক্কা মারে। এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় এক কিশোরের গুরুত্বর আহত হয় আরও এক কিশোর। এই দেখে স্থানীয়রা আহত কিশোরকে উদ্ধার করে হাসপাতালে পাঠা। এর পরেই ক্ষিপ্ত হয়ে উঠেন স্থানীয়রা এবং খবর দেন পুলিশকে। এই খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় বাগডোগরা থানার বিশাল পুলিশ বাহিনী। এরপর পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। যদি স্থানীয়দের দাবি যতক্ষণ পর্যন্ত ট্রাক্টরের চালক ও মালিক না আসবে ততক্ষণ মৃতদেহ রাস্তা থেকে ওঠানো হবে না। এরপরেই রণক্ষেত্রের চেহারা নয়।

Related Articles