জেলা জুড়ে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী, নাজেহাল ঝাড়গ্রামের বাসিন্দারা
As the temperature rises across the district, the residents of Jhargram suffer

The Truth Of Bengal : দেবব্রত বাগ- ঝাড়গ্রাম : জেলা জুড়ে তাপমাত্রার পারদ ঊর্ধ্বমুখী, নাজেহাল জেলা বাসী। ক্রমশই ঊর্ধ্বমুখী তাপমাত্রা, নাজেহাল ঝাড়গ্রাম জেলার মানুষ। গত সপ্তাহে কয়েকদিনের বৃষ্টিতে কিছুটা হলেও স্বস্তি পাওয়া গিয়েছিল। তাপমাত্রাও কমেছিল কয়েক ডিগ্রি। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস মতো ফের চড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ। তার সঙ্গে রয়েছে আর্দ্রতাজনিত অস্বস্তি। ফলে ফের সেই চাঁদি ফাটা গরম, সঙ্গে প্যাচপ্যাচে ঘর্মাক্ত পরিস্থিতি।
ঝাড়গ্রাম জেলা জুড়ে মঙ্গলবার গরম ছিল ৪০° ডিগ্রি তাপমাত্রা। ফলে ব্যাপক সমস্যা সাধারণ মানুষ। সকাল ১০ঃ০০ টার পর থেকে সেভাবে রাস্তাঘাটে মানুষজনেরও দেখা মিলে নী। কারণ বেলা যতই বাড়ছে গরম ততই বাড়ছে। যার কারণে জেলার মানুষজন সকাল দশটার মধ্যে নিজেদের কাজ সেরে নিচ্ছেন। এই গরমে যেমন মানুষ জনাজাল হচ্ছেন তেমনি জঙ্গলের হাতিও নাজেহাল হচ্ছে তাই ঝাড়গ্রামের বিভিন্ন জলাশয়ে জল পান ও আশ্রয় নিতে দেখা যাচ্ছে। মঙ্গলবার ঝাড়গ্রামের নেকড়াবিন্ধ্যা গ্রামে একটু জলাশয়ে স্নান করছে একটি হাতি। তবে বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তর কবে দেয় সেদিকেই তাকিয়ে রয়েছেন ঝাড়গ্রাম জেলার মানুষ।