কেন সলমনের বাড়ির সামনে গুলি? তবে কি হত্যার ছক?
Why shot in front of Salman's house? But what is the killing table?

The Truth Of Bengal : রীতিমতো পরিকল্পনা করে গুলি চালানো হয় সলমন খানের বাড়ির সামনে। আততায়ীরা গুলি চালানোর আগে এলাকায় রেইকি করে গিয়েছিল। তাই প্রশ্ন উঠছে, তবে কি সলমনকে খুন করাই লক্ষ্য ছিল বন্দুকবাজদের? পুলিশ সমস্ত বিষয় খতিয়ে দেখছে। ঘটনার তদন্তভার মুম্বইয়ের ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়া হয়েছে। ইতিমধ্যে তিনজন সন্দেহভাজনকে আটকও করে তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
সলমনের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালানোর পর নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয় গোটা এলাকা। সলমনের সঙ্গে দেখা করতে ছুটে আসেন রাজ্যের মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে। বিজেপি নেতা বাবা সিদ্দিকী। এমএনএস প্রধান রাজ ঠাকরে সহ আরও অনেক নেতা।
এই ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত শুরু করেছে মুম্বই ক্রাইম ব্রাঞ্চ মুম্বই। পুলিশের তরফে জানানো হয়েছে, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে রবিবার সন্ধ্যায় সান্তাক্রুজ এলাকা থেকে তিন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। তবে তারা গুলি চালানোর সঙ্গে সরাসরি যুক্ত ছিল না। তারা বন্দুকবাজদের এলাকা চিনিয়ে দিতে সাহায্য করেছিল। ওই তিনজনই মুম্বইয়ের বাসিন্দা।
সিসিটিভি ফুটেজ দেখা গিয়েছে গুলি চালিয়েছিল দুই হামলাকারী। সেই হামলাকারীদের মধ্যে একজনকে শনাক্ত করতে পেরেছে পুলিশ। তার নাম বিশাল ওরফে কালু। সে হরিয়ানার গুরুগ্রামের বাসিন্দা। জানা গিয়েছে, বিদেশে বসে থাকা গ্যাংস্টার রোহিত গোদারার হয়ে কাজ করে বিশাল। অনেকদিন ধরে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের টার্গেটে আছেন সলমন খান। তাঁকে একাধিকবার হত্যার হুমকি দেওয়া হয়েছে। তারপর মুম্বই পুলিশ নিরাপত্তা বাড়ায় সলমনের। এবার এই গুলি চালানোর ঘটনায় লরেন্স বিষ্ণোইয়ের গ্যাংয়ের হাত আছে কি না, তা খতিয়ে দেখছে। মুম্বই ক্রাইম ব্রাঞ্চ।