রাজনীতি

‘মুখ্যমন্ত্রীও নাচছেন, প্রার্থীও নাচছেন’, ফের বেলাগাম দিলীপ

Dilip Ghosh targets Mamata Banerjee again

The Truth of Bengal: ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা দিলীপ ঘোষের। নববর্ষের প্রথম দিন রবিবার চালসায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলীয় পতাকা ছাড়া নাচে, গানে স্থানীয়দের সঙ্গে সময় কাটাতে দেখা যায় তাঁকে। সেই সাংস্কৃতিক অনু্ষ্ঠানকে হাতিয়ার করে মুখ্যমন্ত্রীকে আক্রমণ করলেন দিলীপ ঘোষ। বললেন, ‘ওদের লোক জড়ো করতে গেলে নাচতে হচ্ছে। মুখ্যমন্ত্রীও নাচছেন, ওখানকার প্রার্থীও নাচছেন। রাস্তার ধারে নেচে লোক জড়ো করছেন। আমরা যেখানে যাচ্ছি এমনিতেই লোক জড়ো হয়ে যাচ্ছে।‘

সোমবার বর্ধমানের সদরঘাটের দামোদর ঘাটে চৈত্র ছটে আসা পুণ্যার্থীদের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন দিলীপ। পরে তেলিপুকুরে একটি চা চক্রে যোগ দেন। সেখানে সাংবাদিকদের মুখোমুখি হয়ে একাধিক বিষয়ে রাজ্যের শাসক দলকে আক্রমণ করেন দিলীপ। বাদ যাননি মুখ্যমন্ত্রীও। চালসার সাংস্কৃতিক অনু্ষ্ঠান নিয়ে মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী।

কয়েকদিন আগে মুখ্যমন্ত্রীকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেছিলেন দিলীপ ঘোষ। তাঁর পিতৃপরিচয় নিয়ে প্রশ্ন তুলেছিলেন। সেই ঘটনায় কমিশনে দিলীপের নামে নালিশ জানানো হয়েছিল। কমিশন শো-কজ করেছিল দিলীপ ঘোষকে। দলের তরফেও দিলীপকে শো-কজ করে তাঁকে সংযত হতে বলা হয়েছিল। কিন্তু, তাতেও দমছেন না দিলীপ। আবারও মুখ্যমন্ত্রীকে কটাক্ষ করলেন দিলীপ।

Related Articles