পয়লা বৈশাখেই বিজেপির ইস্তাহার প্রকাশ ,আবারও প্রতিশ্রুতির ঝাঁপি নিয়ে মোদি
BJP's manifesto released on the first Baisakh, Modi again with a leap of promise

The Truth Of Bengal : বাংলা নববর্ষে লোকসভা ভোটের ইস্তাহার প্রকাশ করে বিজেপি। যার পোশাকী নাম দেওয়া হয়েছে লোকসভা ভোটের ‘সঙ্কল্পপত্র’ । দিল্লিতে ইস্তাহার প্রকাশের অনুষ্ঠানে অংশ নেন বিদায়ী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, বিজেপির সভাপতি জে পি নাড্ডা, অর্থমন্ত্রী নির্মল সীতারামণ সহ শীর্ষ নেতারা।
পয়লা বৈশাখ ইস্তাহার প্রকাশের দিন বাছাইয়ের জন্য প্রশ্ন ওঠে, বাংলার জন্য কি বিশেষ ঘোষণা রয়েছে এই বিকশিত ভারতের সঙ্কল্পপত্রে ?ভোটের আগে দেওয়া প্রতিশ্রুতিতে বলা হয়েছে,আগামী ৫ বছর বিনামূল্যে দেওয়া হবে রেশন, ৩কোটি মহিলাকে লাখপতি দিদি তৈরির গ্যারান্টি দেওয়া হচ্ছে।
সার্ভাইক্যাল ক্যান্সার নিরাময়ে জোর.সব্জি উত্পাদনে গড়া হবে ক্লাস্টার, ৭০এর উর্ধ্বে থাকা নাগরিকদের আয়ুষ্মান ভারত প্রকল্পে দেওয়া হবে বিনামূল্যে বিমার সুবিধা। যাতে তাঁরা ৫লক্ষ টাকার চিকিত্সা করাতে পারেন। দেশের ১০কোটি কৃষককে মনরেগার সুবিধা দেওয়া হবে। আবাস যোজনায় ৪ কোটি বাড়ি তৈরি হয়েছে,আরও ৩ কোটি বাড়ি তৈরি করা হবে বলেও কথা দেওয়া হয়েছে।