বিনোদন
আসছে নতুন ছবি ‘জিরো সে রিস্টার্ট’। রয়েছে একাধিক চমক
New movie 'Zero Se Restart' is coming. There are many surprises

The Truth Of Bengal: বিধু বিনোদ চোপড়ার আগামী ছবির নাম ‘জিরো সে রিস্টার্ট’। ‘১২ ফেল’ বিধুকে ফের অন্য মাত্রায় পৌঁছে দিয়েছে। ফলে, তাঁর পরের ছবি নিয়ে এখন থেকেই অনুরাগীদের আগ্রহ তুঙ্গে।
তিনি জানিয়েছেন, ছবির বিষয়, ‘১২ ফেল’-এর নেপথ্য যাত্রা। কীভাবে ছবিটি তৈরি হয়েছে, কতটা ঝড় সামলে জনপ্রিয়তার শিখর ছুঁয়েছে— সব। প্রযোজক-পরিচালকের দাবি, দর্শকের ভালবাসাই আগামী ছবি তৈরির অনুপ্রেরণা। তাঁরাই আগের ছবিটিকে সাফল্যের চুড়োয় পৌঁছে দিয়েছে। এই ছবিতেও কি বিক্রান্ত ম্যাসি থাকবেন? সে খবর এখনও জানা যায়নি।