৩মাস ধরে কেন নির্বাচন হয়? দীর্ঘ সময় ভোট নিয়ে প্রশ্ন মমতার
Mamata's question about voting for a long time

The Truth of Bengal: ৩মাস ধরে কেন নির্বাচন হয় ? ১টা বছর যদি ভোটেই কেটা যায় তাহলে কাজটা কবে হবে ? যাঁরা ভোটের ঘুঁটি সাজাচ্ছেন তাঁরা কী একবার ভাববেন না? ফুলবাড়ির সভা থেকে প্রশ্ন তুললেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলা যায় একুশের বিধানসভা নির্বাচন ৮দফায় হয়। তৃণমূলের অভিযোগ,বিজেপির কথায় এভাবে বাংলায় দীর্ঘ সময় ভোট করা হচ্ছে।
কেন বিজেপি শাসিত গুজরাট সহ অন্যান্য রাজ্যে এক দফায় ভোট হয়,আর বাংলায় একাধিক দফায় ভোট হয়, এই প্রশ্ন তুলে এরমধ্যে তৃণমূল কংগ্রেস নেতৃবৃন্দ সোচ্চার হয়েছেন।এবার মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের লোকসভা দফায় দফায় করায় তা নিয়ে কটাক্ষ করলেন।
সুষ্ঠু,অবাধ ও শান্তিপূর্ণ ভোট করতে অন্যান্য রাজ্যের মতো প্রয়োজনে বাহিনীর সংখ্যা বাড়িয়ে উন্নয়নের স্বার্থে দফা কমানো হোক, চায় তৃণমূল কংগ্রেস।তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবার দীর্ঘ সময় ভোট হওয়ার জন্য কিভাবে মানুষের কাজ ব্যাহত হচ্ছে, তা আরও একবার জাতীয় পর্যায়ে তুলে ধরার চেষ্টা করলেন।