IPL 2024

অনুশীলনের আগেই মুম্বই দখল ধোনির

Dhoni's possession of Mumbai before practice

The Truth Of Bengal :  মুম্বই ইন্ডিয়ান্সের এর বিপক্ষে নামার আগেই মাহি জ্বরে কাঁপল গোটা  মুম্বই। ওয়াংখেড়েতে প্র্যাকটিসের আগেই সিএসকে টিমকে ঘিরে দর্শকদের  উচ্ছ্বাস উন্মাদনা বাঁধন ছাড়া।’ একবার মাহিকে দেখতে চাই ‘ আবেদনে  টিম বাসের পিছনে দৌড় সমর্থকদের। সেই ভিডিও এক্সে পোষ্ট করেছে সিএসকে কতৃপক্ষ।

মুম্বই ইন্ডিয়ান্সের বিপক্ষে  নামার আগেই ধোনি ও তার টিম  পৌঁছলো ওয়াংখেড়েতে প্রাকটিসের জন্য। তার আগেই মাহি ঝড় বয়ে গেলো  ওয়াংখেড়‌ স্টেডিয়ামের বাইরে। মাহি জ্বরে কাঁপল সমর্থকেরা। সেই সঙ্গে ধোনিকে নিয়ে তাদের যে ক্রেজ তা এখনো অটুট রয়েছে। উচ্ছ্বাস উন্মাদনা বাঁধন ছাড়া। তা এবার  ধরা পড়েছে সিএপকের ক্যামেরায় । সেই ছবি সিএসকের তরফ থেকে এক্সে পোষ্ট করা হয়েছে । মুম্ব্ইএর বাসিন্দারা  যারা মুম্বাই ইন্ডিয়ান্সের ভক্ত । গ্যালারিতে ম্যাচ চলাকালীন যারা মুম্বই এর হয়ে গলা ফাটান  তারাও বোধ হয় মজে মাহিতেই ।  আইপিএলের দশ দলের  সমর্থকেরায় ধোনি প্রেমে মজে । তারা চান তাদের প্রিয় ফ্রাঞ্চাইজি জিতুক ‘আইপিএল’ । সঙ্গে ধোনির পারফরম্যান্সে তারা সবসময়ই আবিষ্ট হয়ে থাকেন । দিনে দিনে ধোনি বাড়িয়েছেন তার ভক্ত সংখ্যা,  নেপথ্যে তার একনিষ্ঠতা । আজও তিনি সমান ভাবে শিকারি বাঘের মতো খেলেন । ফলত প্রিয় দলের জয় দেখতে দেখতে কোথাও গিয়ে ভক্ত কূল আবিষ্ট হন ‘মাহিতেই’। ৪২ এও সমান দাপট তাঁর । মুম্বাই এ খেলার জন্য যখন সিএসকের টিম বাস পৌঁছলো  ওয়াংখেড়ে তখন দর্শকেরা যেভাবে মাহিকে শুভেচ্ছা জানিয়েছেন তা অভিনব । তাদের এই ক্রেজকে এক্সে সিএসকে তুলে ধরে সিএসকে  বলেছে ‘ওয়াংখেড়  ভাইবস! মাহিতে মগ্ন ‘।

এবার হয়তো সিএসকের জার্সিতে শেষ বারের মতো আইপিএল খেলছেন ধোনি । সামনের মরসুমের হয়তো তাকে পাওয়া যাবে না । ফলত গোটা দেশ জুড়ে তার যে অসংখ্য ভক্ত কূল রয়েছে , তাদেরকে কাঁদিয়ে হয়তো বিদায় নেবেন মাহি ।

Related Articles