দেশ

বাস উল্টে ৬ পড়ুয়ার মৃত্যু, আহত আরও ২০, চলছে জোরকদমে উদ্ধারকাজ

6 students died in the bus overturn, 20 others were injured, intensive rescue work is going on

The Truth Of Bengal : বাস উল্টে ৬ পড়ুয়ার মৃত্যু,আহত আরও ২০। ঘটনাটি ঘটেছে হরিয়ানার কানিনার উনহানি গ্রামে বাস উল্টে বিপত্তি।প্রাথমিকভাবে ৬পড়ুয়ার মৃত্যু হয়েছে। আরও প্রায় ২০জন শিশু আহত।যাঁদের মধ্যে ১২জনের অবস্থা গুরুতর।ইদ-উল-ফিতরের অনুষ্ঠানেও বৃহস্পতিবার খোলা ছিল।জেএল পাবলিক স্কুলের এই বাসটি করে যাচ্ছিল পড়ুয়ারা।আচমকা বাসটি ছিটকে পড়ে যায়।তারপর উল্টে গেলে বাড়ে বিপদ।বাসের মধ্যে থাকা পড়ুয়ারা মারা যায়।

জানা যাচ্ছে,চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে তাই এই বিপত্তি বাঁধে।গাড়িটি গাছে ধাক্কা মারায় দুমড়ে মুচড়ে যায়। জেলা স্কুল শিক্ষা দফতরের আধিকারিকরা বলছেন,তাঁরা তদন্তে নেমেছেন।চালক মদ্যপ ছিল কিনা তারও তদন্ত চলছে।

মহেন্দ্রগড় থানার এসআই আর্শ ভার্মা বলেছেন, সন্দেহ করা হচ্ছে মদ্যপ অবস্থায় ছিল।এদিকে যাঁরা মারা গেছে সেইসব শিশুদের পরিবারের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।শিক্ষা দফতরের মন্ত্রী সীমা ত্রিখা ঘটনাস্থলে পৌঁছে সরেজমিনে পরিস্থিতি খতিয়ে দেখেন।

Related Articles