ভোটের মুখে উদ্ধার বিপুল পরিমান টাকা,প্যাকেট খুলতেই চক্ষু চরকগাছ পুলিশের
Howrah cash recovery

The Truth of Bengal: ১৯শে এপ্রিল লোকসভা ভোটের প্রথম দফার নির্বাচন রাজ্যে। দিকে দিকে চলছে প্রার্থীদের প্রচারের পারদ। এর মাঝে ঘটে গেল এক দুঃসাহসিক ঘটনা। কলকাতার কাছেই উদ্ধার হল বিপুল পরিমাণ টাকা। হাওড়া স্টেশনের কাছে পুলিশের অভিযান চালিয়ে একটি ট্যাক্সি থেকে প্রায় ৫৯ লক্ষ টাকা উদ্ধার হয়। ট্যাক্সিতে থাকা দুই ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
প্রশাসন সূত্রের খবর, ওই দুই ব্যক্তি হাওড়া গামী চম্বল এক্সপ্রেস করে বর্ধমান স্টেশনে আসে এরপর বর্ধমান থেকে লোকাল ট্রেন ধরে পৌঁছায় হুগলির কোন্নগরে, তারপর সেখান থেকে ট্যাক্সি করে আসে হাওড়ার উদ্দেশ্যে। সেই সময় চলছিল পুলিশের তল্লাশি অভিযান। তখনই ওই দুই ব্যক্তি নজরে আসে পুলিশের, তারপরেই উদ্ধার হয় কাগজে মোড়া প্যাকেট থেকে নগদ ৫৯ লক্ষ টাকা।
প্যাকেটের মধ্যে থরে থরে রাখা ছিল ১০০, ২০০,৫০০ টাকার বান্ডিল। ভোটের মুখে এই ধরনের ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে প্রশাসন মহলে। ঠিক কি উদ্দেশ্যে কোথা থেকে আনা হলো এবং তাদের কাছেই তা পৌঁছে দেওয়া হচ্ছিল সমস্ত কিছু জানার চেষ্টা করছে পুলিশ।