ভূপতিনগর থানার ওসির বিরুদ্ধে নালিশ করতে নির্বাচন কমিশনের দ্বারস্থ বিজেপি বিধায়ক, কী কী অভিযোগ তাঁদের?
Bhupatinagar police station OC BJP MLA to the election commission to complain, what are their complaints?

The Truth Of Bengal : ভূপতিনগর থানার ওসি রাজনৈতিক ব্যক্তিত্বের মতো আচরণ করেছেন। তিনি নির্দিষ্ট একটি রাজনৈতিক দলের হয়ে পক্ষপাতিত্ব মূলক আচরণ করেছেন। ” এই অভিযোগে নির্বাচন কমিশনে নালিশ বিজেপি বিধায়কের। তবে প্রতিক্রিয়া মেলেনি পুলিশের তরফে।
সোমবার ভূপতিনগর থানার অস্থির সঙ্গে বিধায়কের বাক্যালাপির একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। কিন্তু এর সত্যতা যাচাই করেনি ট্রুথ অফ বেঙ্গল। বিজেপি বিধায়কের অভিযোগ, কোন সার্চ ওয়ারিশ ছাড়া পুলিশ কিভাবে এক বিজেপি নেতার অফিসে ঢুকে তাকে পাকড়াও করতে চাইছে? এদিকে পুলিশের তরফ থেকে এই অভিযোগের কোন প্রতিক্রিয়া মেলেনি। পরবর্তীকাল ে অন্য একটি মামলার শুনানিতে কলকাতা হাইকোর্টে মঙ্গলবার এই প্রসঙ্গ ওঠে। তৃতীয় বিজেপি নেতার আইনজীবীর অভিযোগ, সোমবার আদালতের নির্দেশের পর বিজেপির পার্টি অফিসে গিয়ে হুমকি দিয়েছেন। তাতে রাজ্যের যুক্তি ছিল, ইতিহাসপাতালের উপরে বিজেপির অফিস রয়েছে সেখানেই ওসি গিয়েছিলেন।