রাজশাহী এবং খুলনার মেয়র পেলেন এবার প্রতিমন্ত্রীর মর্যাদা!
The mayor of Rajshahi and Khulna got the status of state minister!

The Truth of Bengal : মেয়রকে সম্মান প্রদান করে এবার প্রতিমন্ত্রীর মর্যাদা দেওয়া হল। জানা গেছে, রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান এবং খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক-কে এই সম্মান প্রদান করা হয়েছে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম সূত্রে খবর, দুই মেয়র নিজ নিজ পদে অধিষ্ঠিত থাকাকালে প্রতিমন্ত্রীর পদমর্যাদা পাবেন। তাঁদের সম্মানী ভাতা ও অন্যান্য সুবিধা স্থানীয় সরকার (সিটি করপোরেশন) আইন, ২০০৯ অনুযায়ী নির্ধারিত হবে। মঙ্গলবার মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাদের এ মর্যাদা দেওয়ার কথা জানানো হয়। এর আগে ২০১৯ সালেও এই দুই মেয়রকে প্রতিমন্ত্রীর পদমর্যাদা দেওয়া হয়েছিল। প্রসঙ্গত, ২০২৩ সালের ২১ জুন রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে বিজয়ী হয়ে তৃতীয়বারের মতো মেয়র নির্বাচিত হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এএইচএম খায়রুজ্জামান লিটন। অন্যদিকে ২০২৩ সালের ১২ জুনের নির্বাচনে তৃতীয়বারের মতো খুলনা সিটি করপোরেশনের মেয়র হন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী তালুকদার আবদুল খালেক। এর আগে তারা ২০০৮ ও ২০১৮ সালে মেয়র নির্বাচিত হয়েছিলেন।