lok sabha election 2024: কোন দলের হেলিকপ্টার দখল নেবে বাংলার আকাশ? জানুন আসল তথ্য
lok sabha election 2024: The fight to ace the election campaign is going on

The Truth of Bengal: নির্বাচনী প্রচারে চলছে টেক্কা দেওয়ার লড়াই। দিল্লি থেকে ছুটে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সিডিউল তৈরি অমিত শাহ থেকে যোগী আদিত্য নাথের। নির্বাচনের দিন যত এগোবে ততই দিল্লি থেকে কলকাতা যেন আরও হাতের মুঠোয় চলে আসবে! আনাগোনা বাড়বে বিজেপির দিল্লির নেতাদের! তারপর বাংলার আকাশে চক্কর মারবে হেলিকপ্টার, নেতারা ছুটবেন এক নির্বাচনী সভা থেকে আর এক নির্বাচনী সভায়।
আকাশে হেলিকপ্টার ওড়াতে গেলেও নিতে হয় কমিশনের অনুমতি। সেই প্রক্রিয়া চলছে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উত্তর থেকে দক্ষিণ একের পর এক সভা করছেন। তাঁর বাহনও হেলিকপ্টার। জানেন কোন দল কত অনূমোদন নিয়েছে: এবার ভোটে যেন পুরনো সব রেকর্ড ছাপিয়ে যেতে চলেছে। ভোট-বাংলায় আকাশে ফড়িংয়ের মতো ইতি উতি উড়ে বেড়াতে দেখা যেতে পারে হেলিকপ্টার। মঙ্গলবার নির্বাচন কমিশন জানিয়েছে, এরই মধ্যে ১২৭ টি হেলিপ্যাড তৈরির আবেদন জমা পড়েছে বিভিন্ন রাজনৈতিক দল থেকে।
সূত্রের খবর, এর মধ্যে তৃণমূলের তরফে ১১৬ টি, বিজেপি ৭ টি এবং অন্যান্যরা ৪ টি হেলিকপ্টারের আবেদন এখনও পর্যন্ত করেছে। মনে করা হচ্ছে শেষমেশ সংখ্যাটা এর দ্বিগুণে পৌঁছে যেতে পারে।কারণ, ভোটের প্রচার চলবে ২৯ মে পর্যন্ত। বিজেপির আবেদন আরও কয়েকগুণ বাড়ার সম্ভাবনা। এখনও মেলা বাকি। সূত্রের খবর, একদিনের জন্য হেলিকপ্টার ভাড়া করতে ৬ থেকে ৭ লক্ষ টাকা খরচ হয়ে যায়।