রাজবংশীদের স্বার্থে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের
The Cooch Behar People's Association left the BJP and joined the Trinamool for the sake of the Rajvanshis

The Truth of Bengal: উত্তরবঙ্গে বিজেপির পায়ের তলার মাটি সরছে। পঞ্চায়েত ভোটের ফলাফল বিশ্লেষণ করে এই দাবি করছে তৃণমূল কংগ্রেস।চা –বলয়ে তৃণমূলের হাতিয়ার উন্নয়নের রাজনীতি।
এবার লোকসভা ভোটের আগে আরও ধাক্কা খেল বিজেপি। লোকসভা নির্বাচনে বিজেপি ছেড়ে তৃণমূলকে সমর্থন করবে দ্য গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশন। ঘোষণা করেছে গ্রেটার কোচবিহার পিপলস অ্যাসোসিয়েশনের নেতারা। সোমবার শিলিগুড়ি জার্নালিস্টস ক্লাবে সাংবাদিক বৈঠকে এমনটাই জানান সংগঠনের সদস্যরা। সংগঠনের মুখপাত্র নিপক কুমার বর্মন বলেন আগামী ১২ তারিখ তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইস্তেহার প্রকাশ করা হবে।সেখানে তৃণমূল নেতৃবৃন্দ তাঁদের দাবিদাওয়াকে মান্যতা দেওয়ার আশ্বাস দিয়েছেন বলেও জানিয়েছেন।
নিজেদের ‘আদি’ নেতা বলে পরিচয় দিয়ে তাঁদের বক্তব্য, কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার তাঁদের দাবিদাওয়া পূরণ করেনি। অন্য দিকে, রাজ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের আমলে রাজবংশীদের সার্বিক উন্নয়ন হয়েছে। সেই কারণে এ বারের ভোটে তাঁরা তৃণমূলকে সমর্থনের সিদ্ধান্ত নিয়েছেন।