
The Truth Of Bengal : তাঁর দাপটে জিতেছে লখনউ সুপার জায়ান্টস। অথচ তিনি নাকি ছোটবেলায় পেসার হতেই চাননি। মহেন্দ্র সিংহ ধোনির ভক্ত তিনি, এতক্ষনে বুঝতে পেরেছেন কার কথা হচ্ছে ,,, যশ ঠাকুর যিনি চেয়েছিলেন উইকেটরক্ষক হতে।
মায়াঙ্ক যাদবের অভাব বুঝতে দেননি যশ ঠাকুর। তাঁর আদর্শ ছিলেন ধোনি। যশও চেয়েছিলেন উইকেটরক্ষক হতে। যদিও হাতের জোর বাড়াতে নেটে বোলিং করতেন তিনি। বিদর্ভের প্রাক্তন অধিনায়ক ও কোচ প্রবীণ হিঙ্গনিকরের চোখে পড়েন যশ। তাঁর বোলিং দেখে যশকে পেসার হওয়ার পরামর্শ দেন প্রবীণ। তবে, উইকেটরক্ষক থেকে হঠাৎ বোলার হওয়া সহজ ছিল না। সেই দায়িত্ব কাঁধে তুলে নেন প্রবীণ। তাঁর কোচিংয়েই ধীরে ধীরে পেসার হয়ে ওঠেন যশ। এখনও পর্যন্ত বিদর্ভের হয়ে ২২টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছেন ২৫ বছরের এই বোলার। নিয়েছেন ৬৭টি উইকেট। ৩৭টি লিস্ট এ ম্যাচে নিয়েছেন ৫৪টি উইকেট। ৪৯টি টি-টোয়েন্টি ম্যাচও খেলেছেন তিনি। ৭৪টি উইকেট নিয়েছেন যশ। আগে ধোনিকে দেখে শিখলেও পেসার হওয়ার পরে উমেশ যাদবকে নিজের আদর্শ মনে করেন যশ। উমেশও বিদর্ভের হয়ে খেলেন। ঘটনাচক্রে, রবিবার উমেশের দল গুজরাতের বিরুদ্ধেই ৫ উইকেট নিয়েছেন যশ।
From achieving his father’s dream to idolising Umesh Yadav & MS Dhoni 👏👏
In conversation with @LucknowIPL‘s Team Man – Yash Thakur 👌👌 – By @ameyatilak
— IndianPremierLeague (@IPL) April 8, 2024
আইপিএল তারকাদের জন্ম দেয়। এই প্রতিযোগিতায় যশ এর নজর কাড়া টা আবারও প্রমাণ করে দিল। ধোনির ভক্ত, যিনি এক সময় গ্লাভস পরে উইকেটের পিছনে দাঁড়াতেন, তিনি ধীরে ধীরে ঢুকে পড়ছেন দেশের ভাল পেসারদের তালিকায়।