বিনোদন
প্রকাশ্যে আবির-মিমির আলাপের গান, নেপথ্যে কারা ?
Abir-Mimi's talk song in public, who is behind the scenes?

The Truth Of Bengal : বাংলা ছবিতে জুটি বেঁধে আসছেন আবির চট্টোপাধ্যায় এবং মিমি চক্রবর্তী। পরিচালক প্রেমেন্দুবিকাশ চাকীর আলাপ-এ একেবারে রোমান্টিক মুডে বড়পর্দায় ধরা দেবেন তাঁরা। আগামি ২৬ এপ্রিল মুক্তি পাবে এই ছবিটি। তার আগে প্রকাশ্যে এল ছবির প্রথম গান আবহাওয়া বলে দেয়। রোহন বসু ও সোমলতা আচার্যর গলায় কেমন হল এই গানটি। সেটাই এবার দেখে নিন।