Lok Sabha Election 2024 : বৃষ্টির মধ্যেও নির্বাচনী প্রচারে ব্যস্ত তৃণমূল প্রার্থী কালীপদ সরেন
Lok Sabha Election 2024 : Despite the rain, Trinamool candidate Kalipada Saran is busy campaigning

The Truth Of Bengal : দেবব্রত বাগ – ঝাড়গ্রাম : বৃষ্টির মধ্যেও সোমবার সকাল থেকেই প্রচারে ব্যস্ত ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কালীপদ সরেন। রবিবার থেকে শুরু হয়েছে দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত। জঙ্গলমহলে ঝাড়গ্রাম জেলায়ও গতকাল ভোররাত থেকে শুরু হয় বৃষ্টিপাত।
সোমবার সকাল থেকে বিভিন্ন জায়গায় চিটে ফোঁটা বৃষ্টি চলছে। এই বৃষ্টির মধ্যেও নজিরবিহীন ছবি উঠে গেল ঝাড়গ্রামে। গত কয়েকদিনে গ্রীষ্মের দাপদাহে যেমন প্রচার চালাচ্ছিলেন তৃণমূল প্রার্থী। ঠিক তেমনি বৃষ্টির মধ্যেও প্রচার সারছেন তৃণমূল প্রার্থী কালীপদ সরেন। উল্লেখ্য গত 2019 সালের লোকসভা নির্বাচনে জঙ্গলমহলে তৃণমূল কংগ্রেসের ভরাডুবি হয়েছিল। তবে এবার এক ইঞ্চি জমি ছাড়তে না রাখছি তৃণমূল কংগ্রেস।
ঝাড়গ্রাম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী কালীপদ সরেন সোমবার সকাল থেকে ঝাড়গ্রাম শহরের বিভিন্ন জায়গায় প্রচার চালাচ্ছেন। যেমন ঝাড়গ্রাম শহরের 16 নম্বর ওয়ার্ডের সুভাষপল্লী কমিউনিটি হলে তৃণমূল কর্মীদের নিয়ে একটি কর্মীসভা করেন প্রার্থী। সেখানে উপস্থিত ছিলেন শহর তৃণমূল কংগ্রেসের এক ঝাঁক নেতৃত্ব। এর পাশাপাশি ঝাড়গ্রাম শহরের ১৮ নম্বর ওয়ার্ডের বিভিন্ন বাড়ি বাড়ি গিয়ে মানুষের অভাব অভিযোগ এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের বিভিন্ন উন্নয়নের কথা তুলে ধরেন কালীপদ। সব মিলিয়ে এক ইঞ্চি জমি ছাড়তে নারাজ তৃণমূল কংগ্রেস।