বিনোদন
Trending

তিনদিন পর হাসপাতাল থেকে বাড়ি ফিরলেন শিবপ্রসাদ, কেমন আছেন তিনি?

Shivaprasad returned home from the hospital after three days, how is he?

The Truth Of Bengal : গত ৫ ই এপ্রি ল বহুরূপীর শুটিং ফ্লোরে একটি সুট করতে গিয়ে অসুস্থ হয়েছিলেন শিবপ্রসাদ। তারপর তাকে একটি হাসপাতালে ভর্তি করা হয়েছিল চিকিৎসার জন্য। অবশেষে বিপদ কাটিয়ে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় হাসপাতাল থেকে বাড়ি ফিরলে পরিচালক।

সম্প্রতি, সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট বেশ ভাইরাল হয়েছে। যেখানে দেখা যাচ্ছে বিশিষ্ট পরিচালক শিবপ্রসাদ মুখার্জী নিজের ফেসবুকে একটি ছবি পোস্ট করে হাসপাতাল কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে লেখেন,” ‘বহুরূপী’র সেটে অ্যাক্সিডেন্টের ধাক্কা সামলে বাড়ি ফিরলাম। এ ক’দিনে আমার প্রিয় ফিল্ম ইন্ডাস্ট্রির বহু মানুষ দেখা করতে এসেছেন। নিয়মিত খোঁজ নিয়েছেন। এবং পেয়েছি অসংখ্য শুভেচ্ছাবার্তা। আশা করি, আপনাদের ভালবাসায় ও মঙ্গলকামনায় দ্রুত সুস্থ হয়ে উঠব।’’

সূত্রের খবর, যতদিননা পরিচালক সম্পূর্নরূপে সুস্থ হচ্ছেন ততদিন ‘- র শুটিং বন্ধ থাকবে। কারন পরিচালকের পাশাপাশি পার্শ্ব চরিত্রেও অভিনয় করেছেন তিনি। পরিচালক লেখেন,” আপাতত শুটিং কিছু দিনের জন্য বন্ধ। কিন্তু কবে কাজে ফিরব সেই আশায় দিন গুনছি।”
ছবির মুখ্য চরিত্রে অভিনয় করেছেন আবির চট্টোপাধ্যায় ও ঋতাভরী চক্রবর্তী।

প্রসঙ্গত, বিগত কয়েকদিন ধরে বহুরূপী ছবির শুটিং চলছিল ব্যারাকপুরে। শুটিং চলাকালীন, বহুরূপী ছবির পরিচালক শিবপ্রসাদ মুখোপাধ্যায় গুরুতর অসুস্থ হয়ে পড়েন। শিবপ্রসাদের সঙ্গে অন্য একজন অভিনেতার অ্যাকশনের দৃশ্যের শুটিং চলছিল। ঠিক তখনই উঁচু জায়গা থেকে লাফ দেওয়ার একটি দৃশ্যকে প্রস্ফুটিত করতে গিয়ে হঠাৎ সহ অভিনেতার ধাক্কায় কোমরে গুরুতর চোট পান তিনি। এরপরে কি বেসরকারি হাসপাতালে তাকে ভর্তি করা হয়েছিল। কর্তব্যরত চিকিৎসকেরা প্রাথমিক পরীক্ষার পর জানিয়েছিলেন, পরিচালকের মেরুদন্ডের এল ওয়ান ও এল টু হাড়ে ফ্র্যাকচার হয়েছে। অস্ত্রোপচারের কোন প্রয়োজন হয়নি। আপাতত পরিচালককে বাড়িতেই বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। ধীরে ধীরে হাঁটাচলা ও করতে বলা হয়েছে তাকে। সঙ্গী চলবে ফিজিওথেরাপি। পরিচালকের বাড়ি ফেরার খবর ছড়িয়ে পড়তে খুশির আমেজ টলিপাড়ায়।

Free Access

Related Articles