প্রধানমন্ত্রীর ধূপগুড়ি জনসভায় গিয়ে একে অপরের দিকে বন্ধুত্বের হাত জন বার্লা ও মনোজ টিগ্গার
John Barla and Manoj Tigger shake hand of friendship towards each other at Prime Minister's Dhupaguri public meeting

The Truth Of Bengal : জলপাইগুড়ি : শিলিগুড়ি, কোচবিহারে প্রধানমন্ত্রীর জনসভার পর ধূপগুড়িতেও প্রধানমন্ত্রীর জনসভায় হাজির ছিলেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লা। তাই বরফ গলার ইঙ্গিত মিলেছিল। আর সোমবার সকালেই কেন্দ্রীয় প্রতিমন্ত্রী জন বার্লার বানারহাটের লক্ষীপাড়া চা বাগানে আসেন আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থীর মনোজ টিগ্গা। আর মনোজ টিগ্গাকে পাশে বসিয়ে জন বার্লা বললেন,” বিজেপি পরিবার বড় পরিবার। আর বড় পরিবারে তু তু ম্যায় ম্যায় থাকে। তাই এইরকম মাঝে মধ্যে হয়। আমাদের নিজেরা বসে বিষয়টি মিটিয়ে নিয়েছি।”
তিনি আরো বলেন,” ৪ তারিখ থেকেই তো আমরা প্রচারে নেমে পড়েছি। ২০০৫ সাল থেকে চা বাগানে কাজ করছি। তাই আমরা যা বলব চা শ্রমিকরা তাই করবে। আমাদের ওপর ভরসা করে। তাছাড়া আই এম দা গার্জিয়ান অফ টি গার্ডেন। তাই ওই হিসাবেই কাজ করব।”
এদিকে আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী মনোজ টিগ্গা বলেন,” প্রথম থেকেই বলেছি জন বার্লা আমাদের নেতা ছিলেন, আছেন এবং থাকবেন। আমার বিশ্বাস ছিল উনার আশীর্বাদ আমার উপর থাকবে। কিন্তু মিডিয়া বিষয়টি বাড়িয়ে লিখেছিল।”
উল্লেখ্য আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসেবে মনোজ টিগ্গার নাম ঘোষণা হতে ক্ষোভে ফেটে পড়েছিলেন আলিপুরদুয়ারের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সাংসদ জন বার্লা। এতদিন জন বার্লাকে যেমন প্রচারে দেখা যায়নি তেমনি বিজেপির চা শ্রমিক সংগঠন বিটিডাব্লিউইউকেও সেভাবে প্রচারে দেখা যায়নি। এমনকি এর আগে মনোজ টিগ্গা জন বার্লার বাড়িতে আসলেও জন বার্লার দেখা পাননি মানুষটিজ্ঞা। এখন দেখার বিষয় কিভাবে প্রচার চালান জন বার্লা।