আন্তর্জাতিক

ঘরে ফেরা হল না, হালুয়াঘাটে সড়ক দুর্ঘটনায় মৃত্যু দম্পতির

Did not return home, the couple died in a road accident in Haluaghat

The Truth of Bengal : ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন। কিন্তু ঘরে ফেরা আর হয়ে উঠল না। দুর্ঘটনা প্রাণ কেড়ে নিল দম্পতির। শুক্রবার সকালে ঘটনাটি ঘটেছে উপজেলার লক্ষ্মীকুড়া বাজার এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, নিহত দম্পতি হলেন বয়স ২৮-এর কুড়িগ্রামের রৌমারী উপজেলার জোনাব আলীর ছেলে সাইদুর রহমান এবং তার স্ত্রী বছর ২২-এর সোনিয়া আক্তার।

বিশেষ সূত্র মারফত খবর, সাইদুর রহমান ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলায় একটি বেসরকারি সংস্থায় চাকরি করতেন। ঈদের ছুটিতে ওই দম্পতি মোটরসাইকেল করেই শুক্রবার সকালে ঈশ্বরগঞ্জ থেকে রৌমারীর উদ্দেশে রওনা দেন। সকাল ৮টার দিকে হালুয়াঘাট উপজেলার লক্ষ্মীকুড়া বাজার এলাকায় পৌঁছলে সাইদুর মোটরসাইকেলটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। আর তার ফলেই সস্ত্রীক সজোরে খুঁটিতে গিয়ে ধাক্কা মারে।

ঘটনাস্থলেই মৃত্যু হয় দুজনের। এরপর তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করেন। সর্বোপরি, বেদনাদায়ক এই ঘটনার জেরে মৃত সাইদুরের পরিবারের নেমে এসেছে শোকের ছায়া।

Related Articles