বিনোদন

২৮-এ পা দিলেন দেশের হার্টথ্রব, বলুনতো কার কথা হচ্ছে ?

The country's heartthrob stepped on 28, tell me who is talking about?

The Truth Of Bengal : ২৮-এ পা দিলেন দেশের হার্টথ্রব রশ্মিকা মান্দানা। আর সেই দিনেই তাঁর অনুরাগীদের জন্য এল নতুন উপহার। ‘পুষ্পা: দ্য রুল’ অর্থাৎ পুষ্পা ২-এর নির্মাতারা শুক্রবার রাশ্মিকার শ্রীভল্লি রূপের প্রথম লুক শেয়ার করেছেন। পোস্টারে রশ্মিকাকে দেখা যাচ্ছে সবুজ শাড়িতে। স্বাভাবিকভাবেই সেই ছবিতে তাঁকে লাগছে অপূর্ব। ক্লোজ আপ শটে যেন তাঁর চোখ সব কথা বলছে।

রশ্মিকার জন্মদিন উপলক্ষে প্রকাশ পাওয়া পোস্টারটি ওই ছবির নির্মাতারাই শেয়ার করেছেন। পোস্টে লেখা আছে, “HBD শ্রীবল্লী”। পোস্টারটির সঙ্গে লেখা ছিল, “দেশের হার্টথ্রব ‘শ্রীবল্লী’ ওরফে রশ্মিকা মান্দানাকে জন্মদিনের শুভেচ্ছা জানাই। #পুস্পা২দ্য রুল-এর টিজার 8 এপ্রিল #পুষ্পমাস জাথারা। #পুস্পা২দ্য রুল-এর বিশ্বব্যাপী ১৫ আগাস্ট ২০২৪ গ্র্যান্ড রিলিজ।”

Related Articles