নতুন এক রোড-ট্রিপে পায়েল সরকার। কারা সামিল হলেন পায়েলের এই জার্নিতে ?
Payal government on a new road-trip. Who participated in Payal's journey?

The truth of bengal: শুক্রবার বড়পর্দায় মুক্তি পেতে চলেছে পায়েল সরকারের নতুন ছবি আবার অরণ্যে দিনরাত্রি। এটি একটি রোড ট্রিপের পাশাপাশি বন্ধুত্বের ছবি। পরিচালক সুমন মৈত্রর এই ছবির গল্প এগিয়েছে চারটি মেয়ের ডুয়ার্স ভ্রমণের কাহিনি নিয়ে। এই ছবিতে পায়েলের সঙ্গে অলিভিয়া সরকার, রূপসা মুখোপাধ্যায় এবং যুক্তা রক্ষিতের মত ছোটপর্দার অভিনেত্রীরা অভিনয় করেছেন।
ছবি রিলিজের আগে এই ছবি বেড়ানোর গল্প বলে। বন্ধুত্বের উদযাপন করে এমনটাই জানালেন টলিউডের চার নায়িকারা। ছবিতে নন্দিনী তার বন্ধু, এনাক্ষী, শ্বেতা এবং মিঠিকে তাদের ট্র্যাভেল ভ্লগ, “মুসাফিরানা”র জন্য উত্তরবঙ্গ ডুয়ার্সে নিয়ে যায়। এরপর কী হয়, তাই জানা যাবে আবার অরণ্যে দিনরাত্রি ছবিতে। শুধু যে এই ছবির চারটি মেয়েদের ভ্রমণের কথা বলবে তা কিন্তু নয়, নারীর বিভিন্ন দিক তুলে ধরে বা নারী শক্তির কথা বলে তাঁর এই বলে জানালেন ছবির পরিচালক সুমন মৈত্র। তাই, পরিবার থেকে বন্ধু-বান্ধব সকলকে নিয়ে এই ছবি দেখার অনুরোধ করল ছবির গোটা টিম।
ছবির কুশীলবদের আশা প্রত্যেকের ভাল লাগবে তাঁদের এই রোডট্রিপ। একবিংশ শতাব্দীর চারজন মেয়েদের এই রোড ট্রিপের জার্নি কতটা মনে ধরে দর্শকের তা জানা যাবে ছবি মুক্তির পরেই। এখন শুধু তারই অপেক্ষা।