ভ্রমণ

বাংলায় আছে এক টুকরো মেঘালয়, জানেন কোথায় আছে এই মেঘের দেশ?

Tandrabong of Kalimpong covered with mountain clouds

The Truth Of Bengal: পাহাড়ি মেঘে ঢাকা কোন দেশে ঘুরতে যেতে চান? আপনাকে তাহলে মেঘালয়ের পরিবর্তে পছন্দ করে নিতে হবে কালিম্পঙের তন্দ্রাবং। এখানে গেলে আপনার মনে হবে সত্যি আপনি হয়তো মেঘে ঢাকা মেঘালয়ে এসে পড়েছেন। অজানা পাখি ও ফুলে ঘেরা এই পাহাড়ি উপত্যকায় গেলে আপনার সারা সপ্তাহের ক্লান্তি নিমেষেই গায়েব হয়ে যাবে। তাহলে সপ্তাহান্তের ছুটিতে ঘুরে আসুন এই পাহাড়ি উপত্যকা।

ভারতের পূর্ব রাজ্যে অবস্থিত অতীব সুন্দর জায়গা হল মেঘালয়। মেঘে ঢাকা মেঘালয়ে যেতে মন কার না চাই? যদি বলি, বাংলাতেই রয়েছে মেঘালয়ের ছোট ভার্সেন তাহলে কেমন হয়! অবাক হচ্ছেন, না না হবেন না, কালিম্পং জেলার তন্দ্রাবং আপনাকে মেঘে ঢাকা মেঘালয়ের মত ফিল এনে দেবে। কালিম্পং শহর থেকে তন্দ্রাবং এর দূরত্ব মাত্র ১৫ কিমি। পাহাড়ি উপত্যকা মানেই সেখানে পাহাড়, জঙ্গল, ঝর্ণা সব কিছুই থাকবে। তন্দ্রাবং এ গেলে আপনি প্রকৃতির অপরূপ শোভা উপভোগ করতে পারবেন। সবুজে ঘেরা জঙ্গলের মধ্যে দিয়ে এক পা দু পা হেঁটে পৌঁছে যেতে পারবেন ডুকা জলপ্রপাত। বর্ষায় এই জলপ্রপাত হয়ে ওঠে আরও সুন্দর। দূরে শ্বেতশুভ্র কাঞ্চনজঙ্ঘার অপূর্ব দৃশ্য দেখে আপনি মুগ্ধ হতে বাধ্য। পাহাড় মানেই সেখানে নানা অজানা পাখির আনাগোনা লেগেই থাকে। পাখিদের কলতান শুনতে শুনতে হোমস্টের বারান্দায় বসে চা খেতে বড্ড ভালো লাগবে আপনার। হোমস্টে থেকে বেরিয়েই নানা ফুলের গন্ধে মোঃ মোঃ করে তন্দ্রাবং পাহাড়ি উপত্যকা।

দিনের শেষে এই পাহাড়ি উপত্যকার সৌন্দর্য আরও বেড়ে যায়। রাতে পাহাড়ি বাড়ি গুলির মধ্যে টিমটিম করে আলো জ্বলা দেখেই আপনার মনে হবে আকাশ যেন মাথার উপরে না,  নিচে নেমে এসেছে। তন্দ্রাবং যেতে হলে খুব বেশি খরচা পড়বে না আপনার, তাই সপ্তাহান্তের ছুটিতেই ট্রেনে করে পৌঁছে যান নিউ জলপাইগুড়ি। সেখান থেকে তন্দ্রাবং এর দূরত্ব ১১৩ কিমি। স্টেশন থেকে গাড়ি ভাড়া করে তন্দ্রাবং যেতে আপনার সময় লাগবে প্রায় ৩ ঘণ্টা। আপনি চাইলে মেঘে ঢাকা তন্দ্রাবং থেকে ঘুরে নিতে পারবেন নেওরা ভ্যালি ন্যাশেনাল পার্ক, লাভা এবং রিশপ, কোলাখাম ।

Related Articles