ফিল্মি কায়দায় দুঃসাহসিক চুরি, লোপাট লক্ষাধিক টাকার অলঙ্কার
Adventure robbery in filmy style, lost jewels worth lakhs of rupees

The Truth Of Bengal : দেবাশীষ গুছাইত, হাওড়া : বাড়ি থেকে বৃদ্ধার গলা থেকে লক্ষাধিক টাকার সোনার চেন নিয়ে চম্পট দিল এক দুষ্কৃতী । স্থানীয়দের কাছ থেকে জানতে পারা যাচ্ছে মঙ্গলবার সকাল আনুমানিক ১১:১৫ মিনিট নাগাদ পোদড়া নতুন পল্লীতে এক যুবক আসেন ওই বৃদ্ধার বাড়িতে বৃদ্ধার ছেলের ঘনিষ্ঠ বন্ধুর নাম নিয়ে বাড়িতে ঢোকেন পরিচয় দেন কাঠের মিস্ত্রী তার একটি কাঠের শোকেস দেখবেন সেই মতন পাশের একজনের শোকেস বানাবেন ।
ছেলের বন্ধুর নাম নেওয়াতে বিশ্বাস করেন বৃদ্ধা সিংহলতা সাউ ৭০ বাড়িতে প্রবেশ করার পর নানান কথা বলার ফাঁকে গলা থেকে ডের ভরি সোনার হার হাতে নিয়ে নেন ওই যুবক । সিংহলতা দেবী যখন গলায় হাত দেন তার গলায় সোনার চেন নেই ওই যুবক কে বলতেই সঙ্গে সঙ্গে সাইকেল নিয়ে চম্পট দেয় ওই যুবক । সিংহলতা দেবীর স্বামী চেঁচামেচির পর আশপাশের লোকজন বেরিয়ে আসেন ততক্ষণে ওই যুবক এলাকা ছেড়ে পালিয়ে যান।
ছেলে সঞ্জীব সাউ হাওড়া কোটের আইনজীবী তিনি বলেন বাড়িতে ছিলেন না বৃদ্ধ বাবা মা থাকেন একা পেয়ে সেই সুযোগে এই কান্ড ঘটিয়েছে। নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রে জানানো হয়েছে তদন্ত করছে পুলিশ দুর্ভাগ্য বাড়ির সিসিটিভি বন্ধ ছিল । প্রতিবেশী অতসী মাঝি জানান এই ধরনের ঘটনা এলাকায় প্রথম আতঙ্কে আছি।