
The Truth Of Bengal : টলিউডের প্রথম ছবিতেই তাঁর অভিনয় নজর কেড়েছে। তিনি ওপার বাংলার জনপ্রিয় নায়িকা মিথিলা। ও অভাগী ছবিতে অভাগীর চরিত্রে মিথিলার অভিনয় মন কেড়েছে এপার বাংলার দর্শকের। তাই, ও অভাগীর পর এবার টলিউডেও জাঁকিয়ে বসতে চলেছেন তিনি। তাই, এবার একটি গোয়েন্দা ছবিতেও দেখা যাবে তাঁকে । দুলাল দে পরিচালিত অরণ্যের প্রাচীন প্রবাদ ছবিতে নার্সের ভূমিকায় আসতে চলেছেন সৃজিত ঘরনি। এই গোয়েন্দা ছবিতে মিথিলার সঙ্গে রয়েছেন জিতু কমল ও শিলাজিত মজুমদার। ইতিমধ্যেই ছবির ডাবিংয়ের কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন মিথিলা। চলতি বছরই মুক্তি পাবে অরণ্যের প্রাচীন প্রবাদ। ফলে, এখন থেকেই নিজের প্রথম গোয়েন্দা ছবি নিয়ে ভীষণ এক্সাইটেড মিথিলা।