কলকাতা

আবার আতঙ্কে বউবাজার, ফের বাড়ি ভাঙার ঘটনা

Boubazar in panic again, house breaking incident again

The Truth Of Bengal : বহুতল ভেঙে বিপত্তির ঘটনা একের পর এক বেড়েই চলেছে। গার্ডেনরিচ ও বিরাটি কান্ডের পর এবার খাস কলকাতায় আবার ভেঙে পড়ল একটি পুরনো বাড়ি। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে উত্তর কলকাতার বউবাজারের রামকানাই অধিকারী লেনে। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।

জানা যায়, গার্ডেনরিচ কান্ডের ১৫ দিনের মাথায় ফের একবার উত্তর কলকাতার বউবাজারে একটি পুরনো বাড়ির দেওয়াল সমেত ঘরের একাংশ আজমকা ভেঙে পড়ল। এরপর ক্ষতিগ্রস্ত বাড়ির বাসিন্দাদের অভিযোগ, “নিয়ম না মেনে প্রোমোটার বাড়িটি নির্মাণ করেছিলেন। তাই এই মূল্য দিতে হল তাদের।”

দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বাড়ির এক মহিলা জানান,” আমি রান্না করছিলাম। হঠাৎই থরথর করে কেঁপে ওঠে গোটা বাড়ি। দেখি গ্যাসের আগুনও দপ দপ করে নিভে গেল। তার পরেই বিরাট আওয়াজ।’’ ওই মহিলাই জানিয়েছেন, তিনি এই ঘটনার কিছু ক্ষণ আগেই মিস্ত্রীদের বাড়ির দেওয়াল নিয়ে সতর্ক করেছিলেন। মহিলার কথায়, ‘‘ওদের বলেছিলাম, পুরনো বাড়ি টানাটানি করবে না। তার পরও শোনেনি। আওয়াজ পেয়ে দৌড়ে গিয়ে দেখি। ঘর শুদ্ধু ভেঙে পড়েছে।’’

প্রসঙ্গত, ঠিক ১৫ দিন আগে অর্থাৎ গত ১৭ ই মার্চ দক্ষিণ কলকাতায় মাঝ রাতে ঘটে গিয়েছিল একটি ভয়াবহ দুর্ঘটনা যার রেস এখনো বর্তমান। কলকাতা পুরসভার ১৩৪ নম্বর ওয়ার্ডের ফতেপুর ব্যানার্জি পাড়া লেনে একটি নির্মীয়মান বহুতল ভেঙে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে মোট ৯ জনের। খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়েছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দুর্ঘটনাস্থল পরিদর্শনের পর নার্সিংহোমে গিয়েছিলেন আহতদের দেখতে। এরপর এই ভয়াবহ ঘটনা নিয়ে শোক প্রকাশ করেছেন। শুধু তাই নয় মুখ্যমন্ত্রী নিজের এক্স হ্যান্ডেলে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন। ঘোষণা করেছেন ক্ষতিপূরণের।

এছাড়াও দুর্ঘটনাস্থল পরিদর্শনে এসেছিলেন এলাকার বিধায়ক তথা মেয়র ফিরহাদ হাকিম, দমকলমন্ত্রী সুজিত বসু। উল্লেখ্য, গার্ডেনরিচ কান্ডে ইতিমধ্যেই মোহাম্মদ ওয়াসিম নামে এক প্রোমোটারকে গ্রেফতার করা হয়েছে। এদিকে গার্ডেন থানার পুলিশ প্রোমোটারের বিরুদ্ধে গাফিলতীর অভিযোগ, ৩০৭ ধারায় খুনের চেষ্টা, ৩০৪ ধারায় অনিচ্ছাকৃত খুন এবং অবৈধ নির্মাণের জন্য KMC অ্যাক্টেও মামলা দায়ের করেছেন।

Related Articles