লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে বর্ধিত ভাতা কবে পাবেন রাজ্যের ‘লক্ষ্মীরা’, জানুন
Know when the 'Lakshmi' of the state will get increased allowance in the Lakshmi Bhandar scheme

The Truth of Bengal: মুখ্যমন্ত্রীর ঘোষণা মতো আগামী ১ এপ্রিল থেকে কার্যকর হতে চলেছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ভাতা বৃদ্ধি। রাজ্য বাজেটে লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে বড় ঘোষণা করেছিল রাজ্য সরকার। লক্ষ্মীর ভাণ্ডারে অর্থ বরাদ্দ বাড়ানোর ঘোষণা করা হয়েছিল। বলা হয়েছিল, ১২০০ টাকা করে পাবেন তপসিলি জাতি-উপজাতিরা। সাধারণ মহিলারা পাবেন ১০০০ টাকা করে। রাজ্যের ২ কোটি ১১ মহিলা লক্ষ্মীর ভাণ্ডারের সুবিধা পাচ্ছেন। তাঁরা ১ এপ্রিল থেকে পারেব বর্ধিত ভাতা।
তবে নতুন অর্থবর্ষের প্রথম দিন ব্যাঙ্ক বন্ধ। আর সেই কারণে এই প্রকল্পের উপভোক্তাদের অ্যাকাউন্টে টাকা ঢুকতে আরও একদিন সময় লাগবে। পরদিন ২ এপ্রিল টাকা ঢুকে যাবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বপ্নের প্রকল্প লক্ষ্মীর ভাণ্ডার। এবার থেকে রাজ্যের সব মহিলা এই বর্ধিত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের সুবিধা পেতে চলেছেন।
২০২১ সালে নির্বাচনের আগে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রতিশ্রুতি বাস্তবায়িত হয় সেই বছরের নভেম্বর মাসে। এই প্রকল্পে এতদিন তফসিলি জাতি-উপজাতির উপভোক্তারা মাসিক ১০০০ টাকা ও অন্যান্যদের ৫০০ টাকা করে দেওয়া হতো। শুরুতে এই ভাতা পেতেন ২৫-৬০ বছর বয়সীরা। ৬০ বছর পেরিয়ে গেলে তাঁরা পেতেন বার্ধক্য ভাতা। তবে বর্তমানে ষাটোর্ধ্বরা বার্ধক্য ভাতা-সহ লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পান। প্রতি মাসে সরাসরি অ্যাকাউন্টে জমা পড়ে প্রকল্পের টাকা।
মুখ্যমন্ত্রীর মস্তিস্কপ্রসূত এই প্রকল্পের সুবিধা পেয়ে উপকৃত হচ্ছেন রাজ্যের ২ কোটি ১১ মহিলা। সেই মহিলাদের জন্য আবারও সুখবর। সাধারণ ও তপসিলি জাতি উপজাতিদের জন্য ভাতা বাড়ল। ২০২৪-এর এপ্রিল থেকে এই বর্ধিত টাকা মিলবে। এবার সাধারণ শ্রেণির মহিলাদের ভাতা ৫০০ টাকা বেড়ে দ্বিগুণ হল। তপসিলি জাতি উপজাতি মহিলাদের জন্য ২০০ টাকা বাড়ায় তাঁরা এবার পাবেন ১২০০ টাকা করে।