রাজ্যের খবর

Lok Sabha Election 2024 : রবিবাসরীয় সকালে বিষ্ণুপুরে শুরু প্রচারের ঝড়

Lok Sabha Election 2024 : A storm of publicity started in Bishnupur on Sunday morning

The Truth Of Bengal : কৈলাস বিশ্বাস, পাত্রসায়র : সামনেই লোকসভা নির্বাচন আর তার আগেই রবিবাসরীয় সকালে পায়ে হেঁটে প্রচার শুরু করলেন বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী শীতল কৈবর্ত ।

জানা যায়, রবিবার ছুটির দিনে শাসক বিরোধী উভয়পক্ষ রবিবাসরীয় প্রচারে ঝড় তুলেছেন। কেউ কাউকে এক ইঞ্চি নির্বাচনী প্রচারে জমি ছাড়তে নারাজ। সেই মতোই বিষ্ণুপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী শীতল কৈবর্ত পাত্রসায়ের ব্লকের নারায়ণপুর পঞ্চায়েতের বিভিন্ন প্রান্তে দলীয় কর্মী সমর্থকদের সাথে নিয়ে পায়ে হেঁটে রবিবাসরীয় প্রচার সারছেন। পাশাপাশি এলাকার সাধারণ মানুষদের সঙ্গে কথা বলে বিভিন্ন সমস্যার কথা জানছেন তিনি। এছাড়াও আসন্ন লোকসভা নির্বাচনে তাদের পাশে থাকার আহ্বান জানান।

পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যের শাসক দল এবং কেন্দ্রের বিজেপি সরকারকে তীব্র কটাক্ষ করেন শীতল কৈবর্ত । তিনি বলেন, “রাজ্যের শাসকদল এবং কেন্দ্রের বিজেপি দেশের মানুষের ক্ষতি করছে। এ রাজ্যের শাসক দলের বারো বছর এবং কেন্দ্রীয় বিজেপির দশ বছর শাসন মানুষ দেখেছে । এরা শুধু নিজেদের এবং কর্পোরেট সংস্থাগুলিকে নিয়ে ভাবছে এরা মানুষের কথা ভাবে না।”

Related Articles