ইউপিএ চেয়ারম্যানের বাড়ি থেকে উদ্ধার তিনটি বিপন্ন জীব

The Truth Of Bangla Desk: র্যাবের হাতে এবার এক বিপন্ন লামচিতা, একটি গন্ধগোকুল ও একটি সাদা বক। গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে কক্সবাজারের চকরিয়া উপজেলার সাহারবিল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান নবী হোছাইনের বাড়ি থেকে উদ্বার হয়েছে ওই জীবগুলো। শুক্রবার বেলা ১১টার দিকে র্যাবের এই অভিযান পরিচালিত হয়। পরে উদ্ধার করা প্রাণী ডুলাহাজারা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে।
অপরদিকে, স্থানীয় বাসিন্দা এবং প্রত্যক্ষদর্শীদের মাধ্যমে ইউপি চেয়ারম্যান নবী হোছাইনের বাড়ি থেকে এসব প্রাণী উদ্ধারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। নবী হোছাইনের বিরুদ্ধে মহিষ ও গরু চুরির অভিযোগেও একাধিক মামলা রয়েছে। পাশাপাশি, গবেষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, লামচিতা বা মেঘলা চিতার অস্তিত্ব পৃথিবীতে সংকটাপন্ন। আইইউসিএন এই প্রজাতিটিকে বাংলাদেশে অতি বিপন্ন হিসেবে ঘোষণা করেছে। একইভাবে গন্ধগোকুলও বিপন্ন প্রাণীর তালিকায় রয়েছে।