IPL 2024
Trending

রেকর্ড রান গড়ে হায়দ্রাবাদের বিধ্বংসী ইনিংসের সাক্ষী রইল ক্রিকেট বিশ্ব

বিধ্বংসী ইনিংসের সাক্ষী রইল ক্রিকেট বিশ্ব। আইপিএলে ইতিহাস গড়ল সানরাইজার্স হায়দরাবাদ। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২৭৭ রান তোলে হায়দরাবাদ। এত রানের নজির এর আগে কোনো দল গড়েনি।

বুধবার সন্ধ্যায় রচিত হলো নয়া ইতিহাস। আইপিএলের ইতিহাসে একেবারেই নতুন । মুম্ব্ইয়ের বিরুদ্ধে জিতল  সানরাইজার্স হায়দ্রাবাদ। মুম্বই ইন্ডিয়ান্সের বিরুদ্ধে এদিন তারা ২০ ওভারে ৩ উইকেটে হারিয়ে ২৭৭ রানের পাহাড় গড়ে ।  এই ম্যাচে শক্তিশালী মুম্বাইয়ের বিরুদ্ধে  রেকর্ড  ভাঙল  হায়দরাবাদ৷ নেপথ্যে ছিল ট্রাভিস হেড, অভিষেক শর্মা এবং হেনরিক ক্লাসেনের দুর্দান্ত ব্যাটিং৷ এদিন সব রেকর্ড ভেঙে গেল । গড়ল নতুন রেকর্ড । এর আগে আইপিএলের ইতিহাসে সবচেয়ে বেশি রানের নজির ছিল বিরাটের দল  আরসিবির। রানের পাহাড় দেখল আইপিএল প্রেমীরা । এর আগে ৫ উইকেটে ২৬৩  রান করে সবচেয়ে বেশি রানের রেকর্ড করেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

আইপিএল  টুর্নামেন্টের প্রথম ম্যাচে হেরেছিল মুম্ব্ই ইন্ডিয়ান্স  , হেরেছিল হায়দ্রাবাদ্ও । সেকারণে দুদলই চেষ্টায় ছিল জেতার । ছন্দে ফেরার মরিয়া চেষ্টা করে দুদলই । প্রথম ওভারে নজর কাড়েন  মুম্ব্ইয়ের কুয়েনা এমফাকা । পরের দিকে ট্রভিস হেড আগ্রাসী মেজাজে খেলা শুরু করেন ।  তার সামনে টিকতে পারেনি মুম্বাইয়ের  বোলাররা । ব্যাটাদের প্রচেষ্টায় শেষ পর্যন্ত ২৭৭ রানের ইনিংস গড়ে সানরাইজার্স হায়দ্রাবাদ। মুম্বাই লড়াই করলেও শেষ রক্ষা হয়নি ২৪৬ রানে আটকে যায় তাদের ইনিংস ।    ৩১ রানে জয়ী হায়দ্রাদ । সঙ্গে নয়া  রেকর্ড ।

 

Related Articles