প্রযুক্তি

জঙ্গলে পথভ্রষ্ট পরিবারের ত্রাতা অ্যাপল আইফোন

Apple iPhone is the savior of a family lost in the jungle

The Truth Of Bengal: বেড়ানোর আনন্দ মুহূর্তের মধ্যে চরম উৎকণ্ঠা আর বিষাদে পরিণত হয়। আমেরিকার জঙ্গলে বেড়াতে গিয়ে পথ হারিয়ে ফেলে ৬ জনের এক পরিবার। অ্যাপলের iPhone-এর এমার্জেন্সি এসওএস স্যাটেলাইট ফিচারের দৌলতে জীবন ফিরে পেয়েছে তাঁরা। কয়েক দিন আগে ৬ জনের ওই পরিবার হাইকিং করতে বেরিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্রের মাউন্ট হুড ন্যাশনাল ফরেস্টে। মাঝে তাঁরা রাস্তা হারিয়ে একটি পার্বত্য অঞ্চলে পৌঁছে যান। গত ১৯ মার্চ ওই পরিবারের দুই কিশোর ও চার প্রাপ্তবয়স্ক মানুষ মাউন্ট হুড ন্যাশনাল ফরেস্টে হাইকিং করতে যান। জঙ্গলের মধ্যে তাঁরা অনেকটা পথ অতিক্রম করে ফেলে অনেক ওপরে দুর্গম পাহাড়ি অঞ্চলে পৌঁছে যান। একটা সময় পর তাঁরা রাস্তা হারিয়ে ফেলেন। অনেকক্ষন ধরে একটানা হাঁটার ফলে ক্লান্ত হয়ে পড়েন সকলেই। যার দরুন ফিরে আসার কোনো উপায় ছিল না।

এরপর পরিবারের এক সদস্য তাঁর আইফোন ব্যবহার করে স্যাটেলাইট ফিচারের মাধ্যমে একটি এসওএস মেসেজ পাঠিয়ে নিকটবর্তী উদ্ধারকারী দলের কাছে সাহায্য চান। সেলুলার নেটওয়ার্ক বা ওয়াই-ফাই কভারেজ নেই এমন এলাকা থেকে আপৎকালীন মেসেজ পাঠানো এবং লোকেশন ডেটা শেয়ার করার অনুমতি দেয় অ্যাপল এর এমার্জেন্সি এসওএস স্যাটেলাইট ফিচার। ওইদিন সন্ধ্যায় এমারজেন্সিএসওএস স্যাটেলাইট ফিচারের মাধ্যমে পাঠানো বার্তা পৌঁছোয় উদ্ধারকারী দল এমারজেন্সি ডেসপ্যাচ টিমের কাছে।সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযানে নেমে পড়ে টিমটি। তবে আবহাওয়া খারাপের কারণে পরিবারটির কাছে পৌঁছানো অসম্ভব হয়ে পড়ে এবং একটা সময়ে উদ্ধারকারী দল ফিরে যেতে বাধ্য হয়।
পরের দিন অর্থাৎ 20ই মার্চ গ্রাউন্ড ক্রু আবারও উদ্ধারকার্যে নামে। দীর্ঘ প্রচেষ্টার পর তারা পরিবারটির কাছে পৌঁছোতে সক্ষম হয়।

সকলে ঝড়বৃষ্টি হওয়ায় ভিজে গিয়েছেন এবং বহুক্ষণ জল না খেতে পাওয়ায় তাঁরা অসুস্থ হয়ে পড়েছেন। এরপর উদ্ধারকারী দল তাঁদেরকে উদ্ধার করে নিয়ে আসে। পরিবারের সদস্যরা জানিয়েছেন যে, তাঁরা প্রচন্ড ভয় পেয়ে গিয়েছিলেন এবং ভেবেছিলেন আর হয়তো তাঁদের পক্ষে বেঁচে ফেরা হবে না। Apple এর iPhone-এর অত্যন্ত জরুরি ফিচারের কারণে জীবন ফিরে পেয়ে Apple-কে ধন্যবাদ দিতে ভোলেনি পরিবারটি।

Related Articles