Lok Sabha Election 2024: নির্বাচনী প্রচারে ব্যস্ত মহুয়া
Lok Sabha Election 2024: Mahua is busy with election campaign

The Truth Of Bengal : নদীয়া, মাধব দেবনাথ : বৃহস্পতিবার সকাল সকাল কর্মী সমর্থকদের সাথে নিয়ে নদীয়ার কালিগঞ্জে ভোট প্রচারে বেরোলেন কৃষ্ণনগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী তথা প্রাক্তন সংসদ মহুয়া মৈত্র। বৃহস্পতিবার তিনি বাড়ি থেকে বেরিয়ে সোজা নদিয়ার কালীগঞ্জ এর উদ্দেশ্যে রওনা দেন।
এরপর জলপথ পেরিয়ে পৌঁছে যান কালীগঞ্জ গ্রামে। সেখানেই হুট খোলা গাড়ি করে প্রত্যন্ত গ্রামগুলিতে তিনি নির্বাচনী ভোট প্রচার শুরু করেন। যদিও সাথে ছিলেন অসংখ্য তৃণমূল কর্মী সমর্থক। এক প্রকার বলা যেতেই পারে বৃহস্পতিবার নির্বাচনী ভোট প্রচার এক চ্যালেঞ্জের মুখোমুখি হলেও তা বহাল রাখলেন মহুয়া মৈত্র। সকাল থেকে বেলা বেড়ে যাওয়া পর্যন্ত লাগাতার প্রচার অভিযান চালিয়ে যাচ্ছেন তিনি। যদিও মহুয়া মৈত্র কে কাছে পেয়ে সাধারণ মানুষ তাদের অভাব অভিযোগ তুলে ধরেন।
[ আরও পড়ুন ঃ
একই শহরে দুই মহাদেশ ! এও কি সম্ভব ? জানেন কোথায় সেই শহর ?
]
তৃণমূলের পক্ষ থেকে জানানো হয়, লোকসভা নির্বাচনের প্রার্থী ঘোষণা হওয়ার পর থেকেই যথেষ্টই জটিলতার মধ্যে দিয়ে দিন কাটাতে হচ্ছে মহুয়া মৈত্রকে। কিন্তু তাতে করে নির্বাচনী প্রচারে কোনরকম বাধাবিঘ্ন দাড়াবেনা, কারণ কৃষ্ণনগর লোকসভার মানুষ মহুয়া মৈত্রের উপরেই ভরসা রাখবেন। যদিও আজকে মহুয়া মৈত্রের দিল্লির ইডি দপ্তরে ডাক পড়ে, এখন দেখার ভোট প্রচারের শেষে তিনি দিল্লির উদ্দেশ্যে বেরিয়ে যান নাকি তার প্রচার পর্বে তিনি বহাল থাকবেন।