ইউসুফ পাঠানের বিরুদ্ধে জেলাশাসকের রিপোর্ট তলব, কি অভিযোগ ইউসুফ বিরুদ্ধে?
Summons report of District Magistrate against Yusuf Pathan

The Truth of Bengal: বহরমপুরের তৃণমূল কংগ্রেস প্রার্থী ইউসুফ পাঠানের বিরুদ্ধে ওঠা অভিযোগের ভিত্তিতে জেলা শাসকের রিপোর্ট তলব করল মুখ্য নির্বাচন আধিকারিকের দফতর। দ্রুত রিপোর্ট পাঠানোর নির্দেশ দিয়েছে কমিশন। নির্বাচনী প্রচারের পোস্টার ও হোডিং এ 2011 সালের বিশ্বকাপ জয়ের ছবি ব্যবহার করা হয়েছে বলে কমিশনে অভিযোগ করেছিলেন বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী।
এ বিষয়ে কমিশন দ্রুত ব্যবস্থা গ্রহণ করুক সেই দাবি জানানো হয়। নির্বাচনী প্রচারে ওই ছবি ব্যবহার করা আইন বিরুদ্ধ বলে অভিযোগ করেছিলেন অধীর চৌধুরী পক্ষ থেকে। সেই অভিযোগের ভিত্তিতে এবার জেলাশাসকের কাছে রিপোর্ট চেয়ে পাঠালো কমিশন। এ বিষয়ে অবশ্য তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান বলেছেন তার আইনজীবীরা বিষয়টি দেখছেন ।
ইউসুফ পাঠান আরো বলেছেন বিশ্বকাপ জয়ে তার লড়াই ছিল। সেই লড়াইয়ের মুহূর্ত তার জীবনের অন্যতম অংশ। এই ধরনের ছবি ব্যবহারে অন্যায় কিছু তিনি দেখছেন না। জেলাশাসক এই অভিযোগের ভিত্তিতে রিপোর্ট পাঠাবেন মুখ্য নির্বাচনী আধিকারিক এর দফতরে। তারপরেই সিদ্ধান্ত নেবে কমিশন।